‘দিন দিন মোটা হচ্ছে কেন’ শ্রাবন্তীকে কটাক্ষ নেটিজেনের

এই মুহূর্তে কলকাতার টেলিভিশনে চলছে ‘ডান্স বাংলা ডান্স’। যেখানে বিচারকের আসনে বসে মঞ্চ কাঁপাচ্ছেন জিৎ-শুভশ্রী-গোবিন্দ। দর্শকদের মধ্যে বরাবরই বেশ জনপ্রিয় এই ডান্স রিয়ালিটি শো। তবে এবার প্রায় প্রতিদিনই থাকছে নতুন নতুন চমক। একে তো প্রায় এক বছরের ব্রেক নিয়ে কাজে ফিরেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। 

দ্বিতীয়ত, ফিরেছেন জিৎ-শুভশ্রীও। আর তার থেকেও বড় চমক বলিউড তারকা গোবিন্দর বিচারকের আসনে বসা।

সম্প্রতি, ডান্স বাংলা ডান্সে অতিথি বিচারক হিসেবে হাজির ছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সম্প্রতি চ্যানেলের ফেসবুক পেইজে একটি নতুন ভিডিও আপলোড করা হয়েছে। 

যেখানে দেখা যাচ্ছে ‘জোশ’ সিনেমার ‘খুঁজেছি তোকে রাত বিরেতে’-তে নাচ করছেন জিৎ আর শ্রাবন্তী। ফের একবার মঞ্চে রোমান্স করছেন এই জুটি। ভিডিও প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়েছে। জিৎ-শ্রাবন্তীর ভক্তরা যেমন সেখানে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন, তেমনই কেউ কেউ আবার ধুমসে নিন্দা করেছেন শ্রাবন্তীর।

‘দিন দিন এত মোটা কেন হচ্ছে’, ‘মোটা হাতি’, ‘একদম ভালো লাগছে না দেখতে’র মতো নানা কমেন্ট পড়েছে সেই পোস্টে। যদিও দুই সহকর্মীর নাচ বেশ উপভোগ করতে দেখা গেছে শুভশ্রীকে! 

বরাবরই নেটপাড়ায় ট্রোলড হন শ্রাবন্তী। নতুন ভিডিও-ছবি আপলোড করলেই চলে তুমুল আলোচনা-সমালোচনা। তৃতীয় স্বামী রোশানের থেকে আলাদা হতে চেয়ে ডিভোর্স ফাইল করেছেন তিনি। সঙ্গে চেয়েছেন খোরপোশও! 

এদিকে আবার আবাসনেরই এক বাসিন্দা ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে শ্রাবন্তীর সম্পর্কের গল্প সামনে এসেছে। শোনা গিয়েছিল, তাঁর সঙ্গেই নাকি মালদ্বীপ ও জিম করবেটে গিয়েছিলেন অভিনেত্রী।

LEAVE A REPLY