আবারও বিজ্ঞাপনের মডেল হলেন প্রিয়মণি

2021-09-25 07:47:28 -04:00

নিজের ক্যারিয়ারের দ্বিতীয় বিজ্ঞাপন নিয়ে হাজির হলেন ঢাকাই সিনেমার উদীয়মান নায়িকা প্রিয়মণি। এতে একটি জন্মনিয়ন্ত্রণ জেলের বিজ্ঞাপনে মডেল হয়েছেন তিনি। ২০ সেকেন্ডের এই বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন হাসান তৌফিক অঙ্কুর। 

বর্তমানে দেশের বিভিন্ন টিভি চ্যানেলে বিজ্ঞাপনটি প্রচার হচ্ছে বলে জানিয়েছেন প্রিয়মণি। জন্মনিয়ন্ত্রণ জেল-এর বিজ্ঞাপনে মডেল হওয়া প্রসঙ্গে প্রিয়মণি বলেন, এই বিজ্ঞাপন এখন সময়ের দাবি। মানুষের সচেতনায় ও পারিবারিক জীবনে এর গুরুত্ব রয়েছে। এছাড়া বিজ্ঞাপনটির কনসেপ্টটা ব্যতিক্রমী ও ভিন্ন হওয়ায় কাজটা করা। এ নিয়ে ক্যারিয়ারে দ্বিতীয়বার বিজ্ঞাপনের মডেল হলাম।উল্লেখ্য, নিজের প্রথম সিনেমা মুক্তির আগেই আলোচনায় ছিলেন প্রিয়মণি। তবে প্রথম সিনেমা মুক্তি না পেলেও তার প্রথম ওয়েব ফিল্ম ‘কসাই’ মুক্তি পায় গত কোরবানি ঈদে। এছাড়া রাজু আলীমের ‘ভালোবাসার প্রজাপতি’ সিনেমায় প্রথম শুটিং করেন প্রিয়মনি। এরপর সৈকত নাসিরের ‘বর্ডার’ সিনেমায়ও কাজ করেছেন তিনি।

বিডি-প্রতিদিন

LEAVE A REPLY