অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচে শনিবার ভারত ও উগান্ড মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে উগান্ডার আক্রমণাত্মক ফিল্ডিং নজর কেড়েছে ক্রিকেটপ্রেমীদের। বড় ব্যবধানে হারলেও ম্যাচের কিছু কিছু সময়ে উগান্ডার ফিল্ডিং সাজানোর ধরনে মুগ্ধ হয়েছেন সাইমন ডুলের মতো ক্রিকেট বিশেষজ্ঞরাও।
টেস্টে যেভাবে ব্যাটসম্যানকে ঘিরে চারদিকে ফিল্ডার রাখা হয়, সেভাবেই ফিল্ডিং সাজিয়েছেন উগান্ডার দলপতি পাসকেল মুরুঙ্গি।
তবে ম্যাচে ভারতের কাছে পাত্তাই পায়নি উগান্ডা। আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৪০৫ রানের বিশাল স্কোর দাঁড় করায় ভারত। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৭৯ রানে গুটিয়ে যায় উগান্ডার ইনিংস। ফলে ভারত জয় পায় ৩২৬ রানের বড় ব্যবধানে।
এই জয়ের ফলে ভারত ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল। গ্রুপ পর্বে তিনটি ম্যাচেই জয় পেয়েছে তারা। কোয়ার্টার ফাইনালে ভারতের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ।