অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন’ (মিম)-এর প্রধান আসাদউদ্দিন ওয়াইসির গাড়ি লক্ষ্য করে গুলি করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার উত্তরপ্রদেশের হাপুরে এ ঘটনা ঘটে। জনপ্রিয় বক্তা ওয়াইসির দল জানায়, রাজধানী নয়াদিল্লীর সীমান্তবর্তী একটি টোল প্লাজায় ওয়াইসির গাড়ি লক্ষ্য করে গুলি চালায় কয়েকজন দুর্বৃত্ত।
আজ সন্ধ্যায় আসাদউদ্দিন ওয়াইসি বলেন, ‘গুলি চালানোর পরই অস্ত্র ফেলে পালিয়ে যায় হামলাকারীরা। ’ কেউ হতাহত না হলেও ওয়াইসির গাড়ির কিছুটা ক্ষতি হয়। পরে অন্য একটি গাড়িতে নয়াদিল্লি ফেরেন তিনি।
উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন সামনে। আসাদউদ্দিন ওয়াইসির দল এবার সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছে। আজ উত্তরপ্রদেশে একটি প্রচারে অংশ নিয়ে রাজধানীতে ফিরছিলেন তিনি।
সূত্র: এনডিটিভি।