সমঝোতার জন্য জেলেনস্কি যে নিশ্চয়তা চান

ভলোদিমির জেলেনস্কি। ফাইল ছবি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্থানীয় সময় বুধবার রাতে ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন, বিশ্বকে অবশ্যই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে হবে যে, সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছে রাশিয়া।

রাশিয়ার ওপর আরো অবরোধ আরোপ করতে এবং ইউক্রেনকে আরো সামরিক অস্ত্র সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। নো-ফ্লাই জোন বাস্তবায়নের আহ্বানও পুনর্ব্যক্ত করেছেন জেলেনস্কি।

জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে যেকোনো ধরনের সংলাপ সফল হওয়ার জন্য ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করাটাই হলো পূর্বশর্ত।  

তিনি আরো বলেছেন, শান্তি আলোচনার ক্ষেত্রে আমার অগ্রাধিকার সুস্পষ্ট। সেগুলো হলো- লড়াইয়ের অবসান, নিরাপত্তার নিশ্চয়তা, সার্বভৌমত্ব, ইউক্রেনের ভূখণ্ডগত অখণ্ডতা অক্ষুণ্ন রাখা, আমাদের দেশের জন্য প্রকৃত নিশ্চয়তা, আমাদের দেশের প্রকৃত সুরক্ষা।

জেলেনস্কি আরো দাবি করেছেন, সিরিয়া, চেচনিয়া ও আফগানিস্তানে যুদ্ধের চেয়েও বেশি রুশ সেনা হতাহত হয়েছে ইউক্রেনে।  

তিনি আরো বলেছেন, ইউক্রেনে রাশিয়া এত বেশি সৈন্য হারিয়েছে যে, সিরিয়া, চেচনিয়া, কিংবা আফগান যুদ্ধেও এতো সোভিয়েত সৈন্য হতাহত হয়নি।
সূত্র: বিবিসি।

LEAVE A REPLY