নেইমারের ফেরার ম্যাচে ভোরে মাঠে নামছে ব্রাজিল

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে কাল ভোরে চিলির বিপক্ষে মাঠে নামছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিল জাতীয় দলে ফিরছেন দলের প্রাণ-ভোমরা নেইমার। চোটের কারণে সেলেসাওদের সর্বশেষ তিন ম্যাচের স্কোয়াডে ছিলেন না এই পোস্টারবয়।

ইতিমধ্যে কাতার বিশ্বকাপ নিশ্চিত করেছে ব্রাজিল।

১৫ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তিতের দল। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে থেকে বিশ্বকাপে অংশ নেওয়া নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এদিকে অনিশ্চয়তায় চিলি, ১৬ ম্যাচে তাদের সংগ্রহ ১৯ পয়েন্ট। বিশ্বকাপে যেতে হলে শেষ দুই ম্যাচেই জিততে হবে তাদের। সেই সঙ্গে তাকিয়ে থাকতে হবে পঞ্চম স্থানে থাকা পেরু ও চতুর্থ স্থানে থাকা উরুগুয়ের দিকে।

ব্রাজিলের রিও ডি জানেরিওতে আগামীকাল শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। এরপর ৩০ মার্চ লাপাজে বলিভিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।  

LEAVE A REPLY