দীর্ঘ প্রতীক্ষার পর এম রাহিম পরিচালিত ‘শান’ সিনেমা মুক্তি পাচ্ছে আগামী ঈদে। সিয়াম-পূজা অভিনীত সেই ছবিটির ‘চলো পাখি হই’ শিরোনামের পুরো গানটি প্রকাশ হলো বৈশাখের প্রথম দিনে।
প্রসেনের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আহমেদ হুমায়ূন। গেয়েছেন বলিউডের দুই জনপ্রিয় কণ্ঠশিল্পী আরমান মালিক ও পলক মুচ্ছাল।
পরিচালক এম রাহিম জানান, বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে সাধারণত যে কোনো বড় কনটেন্ট (টিজার, ট্রেলার, গান) সন্ধ্যার সময় প্রকাশ পায়। কিন্তু প্রথা ভেঙে এবার গানটি পহেলা বৈশাখ সকাল ১০টায় ইউটিউবে প্রকাশ করা হলো। কারণ গানটি শান-এর পক্ষ থেকে দর্শকদের জন্য নববর্ষের উপহার, তাই দিনের শুরুর ভাগেই গানটি মুক্তি দেওয়া।
পুলিশি অ্যাকশন থ্রিলার গল্প হওয়ায় ছবিটির শুটিং শুরু থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রে ছিল।
ছবিটির গল্প আজাদ খানের। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। ফিল্মম্যান প্রডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন ওয়াহিদুর রহমান ও এম আতিকুর রহমান।
ছবিটিতে সিয়াম-পূজা ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, ডন, নাদের চৌধুরী, তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাসসহ অনেকেই।
এর আগে ‘পোড়ামন-২’ নামের একটি সিনেমায় অভিনয় করে জুটি হিসেবে প্রশংসিত হয়েছিলেন সিয়াম ও পূজা চেরী। রায়হান রাফির পরিচালনায় সেই সিনেমাটি ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করে। এর পরপরই এম রাহিম পরিচালিত ‘শান’সিনেমায় জুটি হয়ে অভিনয় করেন এই জুটি।