নতুন ভবনের পার্কিং শেড ধসে নিহত ২

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন ভবনের নির্মাণাধীন পার্কিং শেডের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বিকাল পৌনে ৪টার দিকে জেলা পরিষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

নিহত নির্মাণ শ্রমিকরা হলেন খাগড়াছড়ি সদর উপজেলার কলেজ গেট এলাকার সাজ্জাদ হোসেন ও বাগেরহাটের চিতলমারীর সাইফুল ইসলাম।

নির্মাণ শ্রমিক মোহাম্মদ জালাল যুগান্তরকে বলেন, নতুন ভবনের পার্কিং শেডের নির্মাণকাজ চলছিল। তারা অন্তত ২২ জন সেখানে কাজ করছিলেন। ছাদটির কাজ প্রায় শেষ পর্যায়ে ছিল। শ্রমিকদের কেউ ছিলেন ছাদে আর কেউ নিচে। বিকালে হঠাৎ ছাদটি ধসে পড়ে। এ সময় বেশির ভাগ শ্রমিক দ্রুত সরে গিয়ে আত্মরক্ষা করেন। তিনি আরও জানান, তারা যখন কাজ করছিলেন তখন মো. সেলিম নামে দায়িত্বপ্রাপ্ত একজন ঠিকাদার সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু দুর্ঘটনার পর তিনি পালিয়ে যান।

এদিকে দুর্ঘটনার পরপর সেখানে আশপাশের কয়েকশ’ মানুষ ভিড় করেন। আসেন ফায়ার সার্ভিসের সদস্যরাও। স্থানীয় অনেকে ফায়ার সদস্যদের সঙ্গে উদ্ধার কাজে যোগ দেন। এ সময় ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস সহকারী স্টেশন ম্যানেজার রাজেশ বড়ুয়া জানান, আহত ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্য থেকে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। দুর্ঘটনাস্থলে কেউ চাপা পড়ে আছে কিনা সেটিও দেখা হচ্ছে। উদ্ধারকাজে সেনাবাহিনীর সদস্যরা আমাদের সহায়তা করছেন।

খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসু প্রু চৌধুরী বলেন, নির্মাণ কাজের সঙ্গে জড়িত প্রকৌশলী এবং ঠিকাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY