সিয়ামকে ওভাবে কোনো নায়িকার হাত ধরতে দেখিনি: পরীমনি

‘দামাল’ সিনেমার সম্প্রতি হয়ে যাওয়া সংবাদ সম্মেলনের একটি ছবিতে দেখা যায় নায়িকা বিদ্যা সিনহা মিমের হাত শক্ত করে ধরে রেখেছেন শরিফুল রাজ।

কিন্ত পাশেই দাঁড়িয়ে থাকা নায়ক সিয়াম কারও হাত স্পর্শ করে দাঁড়াননি। খুব সাবলীল ভঙ্গিতে ছবির জন্য পোজ দিয়েছেন তিনি।

হয়তো সেই ছবি দেখেই স্বামীর ওপর ভীষণ চটেছেন পরীমনি। স্বামীর কথা মুখে না নিয়ে সিয়ামকে প্রশংসায় ভাসালেন ‘বিশ্বসুন্দরী’খ্যাত নায়িকা। সিয়ামের চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ করে বিস্ফোরক মন্তব্য করেছেন পরী।

হঠাৎ স্বামী-সন্তানকে বাদ দিয়ে সিয়ামের কেন প্রশংসা করলেন, তাও আবার এমন বিস্ফোরক মন্তব্য, তাতে রহস্য খুঁজে বেড়াচ্ছেন পরীভক্তরা। 

সিয়ামের চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ করে পরীমনি লেখেন— ‘সিয়ামকে সিনেমার বাইরে কোনো নায়িকার হাত ধরে চটকা-চটকি করতে দেখি নাই কোনো দিন। তার এ ব্যাপারটা আমার হেব্বি লাগে (পাশে লাভ ইমোজি জুড়ে দেন)।’

এ পোস্টে বোঝা যাচ্ছে, সিনেমার বাইরে স্বামীর এ রকম পোজ মোটেও ভালো লাগেনি পরীমনির।  এতে প্রশ্ন উঠেছে— রাজ-পরীর সংসারে আগুন লেগেছে কি?

তবে পরীর অনেক ভক্তের ধারণা তেমনটি কিছু নয়। সিয়ামের সঙ্গে ‘বিশ্বসুন্দরী’ সিনেমায় কাজ করার অভিজ্ঞতা থেকেই এমন মন্তব্য করেছেন পরী। 

তবে ‘দামাল’ সিনেমার ছবি প্রকাশ্যে আসার পরই বা কেন সিয়ামকে চারিত্রিক সার্টিফিকেট দিলেন পরীমনি? তার জবাব মেলেনি তাদের কাছেও।
রহস্য খোলাসা করতে পারেন একমাত্র পরীমনি নিজেই।  কিন্তু তিনি খোলাসা করে কিছুই বললেন না পরী।,

এক গণমাধ্যমে পরীমনি বলেন, আমি কি ভুল বলেছি? কখনো সিয়ামকে সিনেমার বাইরে কোনো নায়িকার হাত ধরতে তো দেখিনি!

তবে এরইমধ্যে নেটিজেনদের কেউ কেউ বিষয়টিকে মজা করছেন।

তাদের অনেকে সোশ্যাল মিডিয়ায় সিয়াম আর পরীর একটি হাত ধরাধরি ছবি শেয়ার করেছেন। 

যেখানে শরিফুল রাজকে উদ্দেশ্য করে অনেকে পরামর্শ দিয়েছেন। 

তারা মন্তব্য করেছেন— ‘সিয়াম কিন্তু পরীমনির হাত ধরলেও চটকা-চটকি করে নাই! শরিফুল রাজ, আপনিও সিয়ামকে অনুসরণ করুন। না হলে সংসার ভেঙে যেতে বেশি দিন লাগবে না।’

LEAVE A REPLY