অমিতাভের পর অক্ষয় কুমার শুটিং করতে গিয়ে আহত হয়েছেন। চলতি মাসেই হায়দরাবাদে ‘প্রজেক্ট কে’-র শুটিংয়ের সময় অ্যাকশন দৃশ্যে শুটিং করার সময় আহত হয়েছিলেন অমিতাভ বচ্চন। বুকের পাঁজরে আঘাত লেগেছে অভিনেতার। বিশ্রামে রয়েছেন অভিনেতা। অমিতাভের পরে ফের দুঃখের খবর।
এবার ‘বড়ে মিঞা ছোটে মিঞা’-তে অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে ব্যাপক আঘাত পেলেন অক্ষয় কুমার। স্কটল্যান্ডে শুটিং করছেন অক্ষয় কুমার। সেখানেই আহত হয়েছেন অক্ষয় কুমার। অ্যাকশন দৃশ্যে কসরত করতে গিয়ে হাঁটুতে চোট লাগে তাঁর। বরাবরই স্টান্ট ম্যান হিসেবে পরিচিত অক্ষয়। ফিল্মে সিনেমার অ্যাকশন দৃশ্যে নিজের স্টান্ট নিজেই করতে পছন্দ করেন অক্ষয়, সে ক্ষেত্রে ‘বডি ডাবল’ বা অবিকল একই দেখতে বা কোনো পেশাদার স্টান্টম্যানের সাহায্য নেন না তিনি