১০ খণ্ডে ‘মহাভারত’ নির্মাণ করবেন রাজামৌলি

এস এস রাজামৌলি

দীর্ঘদিন ধরে ভারতীয় মহাকাব্য ‘মহাভারত’ নিয়ে চলচ্চিত্র নির্মাণের স্বপ্ন লালন করছেন চলচ্চিত্র নির্মাতা এস এস রাজামৌলি। গত কয়েক বছর ধরে বেশ কয়েকবার এটিকে তার স্বপ্নের প্রকল্প বলে অভিহিত করেছেন তিনি। এবার জানালেন, যদি তিনি মহাভারত তৈরি করেন তবে এটির সাথে সম্পূর্ণ ন্যায়বিচার করতে তিনি এটিকে ১০টি খণ্ডে বানাতে চান।

সাম্প্রতিক একটি অনুষ্ঠানে রাজামৌলি আবারও মহাভারত তৈরির স্বপ্ন নিয়ে কথা বলেছেন। তিনি বলেন যে বর্তমানে দেশে বিদ্যমান মহাভারতের প্রতিটি সংস্করণ পড়তে তার কমপক্ষে এক বছর সময় লাগবে। 

টেলিভিশনের ২৬৬ পর্বের অনুষ্ঠান মহাভারতকে চলচ্চিত্রে রূপান্তরিত করার সম্পর্কে জিজ্ঞাসা করা হলে রাজামৌলি বলেন, “আমি যদি মহাভারত তৈরির পর্যায়ে চলে যাই, তবে এটি পড়তে আমার এক বছর সময় লাগবে। মহাভারতের যত সংস্করণ দেশে পাওয়া যায় সব পড়তে হবে। বর্তমানে আমি কেবল অনুমান করতে পারি যে এটি ১০ খণ্ডের চলচ্চিত্র হবে।”

1

সত্যিই মহাভারত তৈরির পরিকল্পনা তার রয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে রাজামৌলি বলেন, “এটিই আমার জীবনের লক্ষ্য। আমার প্রতিটি সিনেমা তৈরির পরই আমি মনে করি যে আমি শেষ পর্যন্ত মহাভারত বানানোর জন্য কিছু শিখছি। এটি আমার স্বপ্ন এবং প্রতিটি পদক্ষেপ সেই দিকেই ধাবিত করে আমাকে।”

এর আগে তার সর্বশেষ চলচ্চিত্র ‘আরআরআর’-এর প্রচারের সময় রাজামৌলি বলেছিলেন যে তিনি মূল মহাভারতকে নিজের উপায়ে একটি তৈরি করবেন এবং স্ক্রিপ্ট লেখা শেষ করার পরেই সিনেমাটির কলাকুশলী নির্বাচনের কথা ভাববেন।

এস এস রাজামৌলির সর্বশেষ চলচ্চিত্র ‘আরআরআর’। ২০২২ সালে বলিউডের সবচেয়ে সফল সিনেমা এটি। সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিসে এক হাজার কোটি রুপির বেশি আয় করেছে। দুই স্বাধীনতাসংগ্রামী বন্ধুর গল্পে নির্মিত এই সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রামচরণ এবং জুনিয়র এনটিআর। রাম চরণ এবং এনটিআর ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন শ্রেয়া শরণ, আলিয়া ভাট এবং অজয়​ দেবগন।

সূত্র : হিন্দুস্তান টাইমস

LEAVE A REPLY