ব্রিটনি স্পিয়ার্স ও ম্যাডোনা
অসুস্থতা কাটিয়ে সংগীতাঙ্গনে ফিরছেন বিশ্বখ্যাত পপতারকা ম্যাডোনা। গায়িকা এখন তার আসন্ন মিউজিক্যাল সফর সেলিব্রেশন ট্যুরের প্রস্তুতি নিচ্ছেন। আর এই সফরে ব্রিটনি স্পিয়ার্সকে নিজের সঙ্গে মঞ্চে দেখতে চান ম্যাডোনা।
ম্যাডোনার সঙ্গে সংশ্লিষ্ট অভ্যন্তরীণ কিছু সূত্র মতে, ম্যাডোনা তার ঘনিষ্ঠ বন্ধু ব্রিটনি স্পিয়ার্সকে তার আসন্ন সেলিব্রেশন ট্যুরে নিয়ে আসার লক্ষ্য রাখছেন।
প্রতিবেদন অনুসারে, দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ বন্ধু ব্রিটনি ও ম্যাডোনা একই এজেন্টের সাথে কাজ করছেন। ২০২২ সালের জুনে স্যাম আসগরির সাথে ব্রিটনি স্পিয়ার্সের বিয়েতে দুজনে একসঙ্গে একটি গানও গেয়েছিলেন।
চলতি বছর গ্রীষ্মের শুরুতে শারীরিকভাবে বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন ম্যাডোনা। নিউ ইয়র্ক সিটিতে একটি হাসপাতালেও ভর্তি করা হয়েছিল তাকে।
তবে অসুস্থতা কাটিয়ে ম্যাডোনা এখন তার সফরের জন্য সংগীত মহড়ায় ফিরেছেন। গত সপ্তাহে পর্তুগালের লিসবনে ছয় সন্তানের সাথে নিজের ৬৫তম জন্মদিন উদযাপন করেছেন গায়িকা।

তবে অসুস্থতার কারণে ম্যাডোনার মিউজিক্যাল সফরের শোগুলো পুনঃনির্ধারণ করতে হচ্ছে। জানা গেছে, তিনি ইতিমধ্যেই পরের বছরের জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং তার ঘনিষ্ঠ বন্ধু স্পিয়ার্সকে মার্চ মাসে তার লস অ্যাঞ্জেলেসের একটি শো’তে নিজের সঙ্গে মঞ্চে রাখতে চান।
লস অ্যাঞ্জেলেসে ৫টি শো রয়েছে গায়িকার।
জানা গেছে, ২০০৩ সালে দুজনের যৌথ গান ‘মি অ্যাগেইনস্ট দ্য মিউজিক’-এর ২০ বছর পূর্তি উপলক্ষে ম্যাডোনা ব্রিটনিকে সঙ্গে নিয়ে মঞ্চে আসতে চান। ২০০৩ সালের আগস্টে ম্যাডোনা ও ব্রিটনি এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডে পারফর্ম করেছিলেন, যা আইকনিক একটি পারফর্ম হিসেবে আজও ভক্তদের হৃদয়ে জায়গা করে রেখেছে। তাই দুজনের বন্ধুত্বকে বিশেষভাবে স্মরণ করতেই একসঙ্গে মঞ্চে আসার ইচ্ছা প্রকাশ করেছেন ম্যাডোনা।
সূত্র : পেজ সিক্স