ইসরায়েল-গাজা যুদ্ধ : ২৮তম দিনের পাঁচটি উল্লেখযোগ্য খবর

শুক্রবার ২৮তম দিন পার করছে ইসরায়েল ও গাজার যুদ্ধ। ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস সীমান্ত পেরিয়ে ইসরায়েলে এক নজিরবিহীন হামলা চালায়। ইসরায়েলি কর্মকর্তাদের মতে, সেই হামলায় প্রায় এক হাজার ৪০০ জন নিহত এবং ২৪০ জনেরও বেশি জিম্মি হয়েছে। সেদিন থেকেই যুদ্ধ শুরু হয়।

ইসরায়েল ফিলিস্তিনি ভূখণ্ডে লাগাতারভাবে বোমাবর্ষণ শুরু করে এবং সেনা পাঠায়। হামাস শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৯ হাজার ২২৭ জন নিহত হয়েছে, যার দুই-তৃতীয়াংশ নারী ও শিশু।

ইসরায়েল ও গাজার যুদ্ধে গত ২৪ ঘণ্টার পাঁচটি উল্লেখযোগ্য খবর :

ইসরায়েলে ব্লিনকেন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন শুক্রবার একটি নতুন আঞ্চলিক সফরের শুরুতে ইসরায়েলে পৌঁছেছেন। যাওয়ার আগে সাংবাদিকদের বলেছেন, তিনি গাজায় ফিলিস্তিনি বেসামরিকদের ক্ষতি কমাতে ইসরায়েলের কাছ থেকে ‘দৃঢ় পদক্ষেপ’ চাইবেন।

জাতিসংঘ-নির্দেশিত মানবাধিকার বিশেষজ্ঞদের একটি দল বৃহস্পতিবার বলেছে, ‘গাজায় গণহত্যা ও মানবিক বিপর্যয় রোধ করার সময় ফুরিয়ে আসছে’।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানও অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বলেছেন, গাজায় ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ সংঘটিত হচ্ছে এবং আংকারা একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলনের জন্য চাপ দিচ্ছে।

সেনারা গাজা শহর ঘিরে রেখেছে
শুক্রবার উত্তর গাজায় নতুন করে ইসরায়েলি হামলা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় গাজা শহরের জেইতুন এলাকায় অন্তত ১৫ জন এবং জাবালিয়া শরণার্থীশিবিরে সাতজনের মৃত্যুর খবর দিয়েছে।

বৃহস্পতিবারের শেষ দিকে সেনাবাহিনী বলেছে, সেনারা গাজা শহর ঘেরাও করেছে। হামাস যোদ্ধারা সতর্ক করে দিয়েছিলেন, গাজা ইসরায়েলের জন্য একটি ‘অভিশাপ’।

শুক্রবার সকালে যোদ্ধারা বলেছেন, তারা বেইট লাহিয়ার উত্তর-পশ্চিমে সেনাদের সঙ্গে যুদ্ধে করেছেন এবং ইসরায়েলি সামরিক যানকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন।

ইসরায়েল কর্মীদের গাজায় ফেরত পাঠিয়েছে
যুদ্ধ শুরুর সময় ইসরায়েলে কর্মরত হাজার হাজার গাজাবাসীকে শুক্রবার ইসরায়েল ফেরত পাঠিয়েছে।

গাজা ক্রসিং কর্তৃপক্ষের প্রধান হিশাম আদওয়ান বলেছেন, ‘হাজার হাজার কর্মীকে’ ফেরত পাঠানো হয়েছে।

এএফপিটিভি ফুটেজে দেখা গেছে, তারা দক্ষিণ গাজার কারেম আবু সালেম ক্রসিং দিয়ে এসেছেন, যা সাধারণত শুধু পণ্যের জন্য ব্যবহৃত হয়।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় অনুসারে, যুদ্ধের আগে গাজার সাড়ে ১৮ হাজার মানুষের ইসরায়েলি ওয়ার্ক পারমিট ছিল।

জাতিসংঘের মানবাধিকার অফিস বলেছে, তারা এই পদক্ষেপের জন্য ‘গভীরভাবে উদ্বিগ্ন’। মুখপাত্র এলিজাবেথ থ্রোসেল বলেছেন, ‘তাদের ফেরত পাঠানো হচ্ছে, ঠিক কোথায় আমরা জানি না’ এবং তাদের ‘এমনকি যাওয়ার জন্য একটি বাড়িও আছে কি না’।

ইসরায়েলি নিহতদের পরিবারের মামলা
৭ অক্টোবরের হামলার শিকার ৯ ইসরায়েলির পরিবার হামাসের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে যুদ্ধাপরাধের অভিযোগ দায়ের করেছে। তাদের আইনজীবী শুক্রবার এ কথা বলেছেন।

আইনজীবী ফ্রাঁসোয়া জিমেরে বলেছেন, তারা হামাসকেও গণহত্যার জন্য বিচার করতে চায়। 

উল্লেখ্য, যেকোনো ব্যক্তি আইসিসির কাছে মামলা করতে পারে। তবে তদন্ত শুরু করা আইসিসির প্রসিকিউটরের ওপর নির্ভর করে।

হিজবুল্লাহপ্রধান কথা বলবেন
লেবাননের হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ শুক্রবার ইসরায়েল ও হামাসের যুদ্ধ শুরু হওয়ার পর তার প্রথম বক্তৃতা দেবেন। ব্যাপক-প্রত্যাশিত ভাষণটি শুরু হবে স্থানীয় সময় বিকাল ৩টায়, যা এই অঞ্চলকে প্রভাবিত করতে পারে।

ইসরায়েল-লেবানন সীমান্তে সংঘর্ষ শবৃদ্ধি পেয়েছে। ইসরায়েল বৃহস্পতিবার বলেছে, হিজবুল্লাহ একযোগে ১৯টি ইসরায়েলি অবস্থানে আক্রমণ করেছে। তাদের সেনারাও ‘বিস্তৃত আক্রমণ’ দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে, হামলায় তাদের চার যোদ্ধা মারা গেছে।

সূত্র : এএফপি

LEAVE A REPLY