পাকিস্তানে পোলিও ক্যাম্পেইনের গাড়িতে বোমা বিস্ফোরণ, ৫ পুলিশ নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পোলিও টিকাদান কর্মসূচিতে বোমা বিস্ফোরণে অন্তত পাঁচ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। 

সোমবার খাইবার পাখতুনখাওয়ার বাজাউর জেলায় পোলিও টিকা খাওয়ানোর কর্মসূচিতে এই বিস্ফোরণে আহত হয়েছেন আরও প্রায় ২৭ জন।

প্রাদেশিক উদ্ধার সেবার মুখপাত্র বিলাল ফাইজি বলেছেন, ভোরে পুলিশের দল পোলিও টিকাদান ক্যাম্পেইনে যাওয়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। আমরা আহতদের বেশিরভাগকে বাজাউরের স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করেছি। তবে গুরুতর আহতদের পেশোয়ারে পাঠানো হয়েছে।

খার জেলার সদর হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেন্ডেন্ট ডা. ওয়াজির খান সাফি বলেছেন, আহতদের মধ্যে ১২ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া গুরুতর আহত অন্য ১০ জনকে পেশোয়ারের একটি চিকিৎসা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।

দেশটির নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান খাইবার পাখতুনখাওয়ায় টিকাদান কর্মসূচিতে হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে।

মালাকান্দ বিভাগের কমিশনার সাকিব রাজা বলেন, বিস্ফোরণের কারণে ওই এলাকায় পোলিও টিকাদান কর্মসূচি স্থগিত করা হয়েছে। দেশটির জরুরি উদ্ধারকারী সংস্থা ১১২২ বলছে, মোহমান্দ এবং লোয়ার দির জেলার উদ্ধারকারী দলগুলোকেও সতর্কাবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

LEAVE A REPLY