সংগৃহীত ছবি
মাঘ শেষ হতে বাকি মাত্র চার দিন। বিদায় নেওয়ার সময় ঘনিয়ে এসেছে শীতের। তবে বিদায়বেলায় এসে গতকাল বৃহস্পতিবার সারা দেশে তাপমাত্রা কমায় শীতের অনুভূতি কিছুটা বেড়ে যায়। রংপুর বিভাগে বয়ে যায় মৃদু শৈত্যপ্রবাহ।
আজ শুক্রবারও মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আগামীকাল শনিবার থেকে আবার বাড়তে পারে তাপমাত্রা।
গতকাল তাপমাত্রা বেশি কমেছে মূলত দেশের উত্তরাঞ্চলে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল উত্তরের জেলা পঞ্চগড়ে।
আগের দিন (বুধবার) জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১১.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও গতকাল তা নেমে দাঁড়ায় ৭.৭ ডিগ্রি সেলসিয়াসে। রংপুর বিভাগের অন্য জেলাগুলোর ওপর দিয়েও এ সময় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়। কুড়িগ্রামের রাজারহাটে ৮.৭ ডিগ্রি, দিনাজপুরে ৯.২ এবং নীলফামারীর ডিমলায় ৯.৫ ও সৈয়দপুরে ১০ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা ছিল।
নীলফামারীর সদর উপজেলার টুপামারী ইউনিয়নের হাতিবান্ধা গ্রামের ছকমল হোসেন (৫৫) কালের কণ্ঠকে বলেন, ‘কয় দিন ধরি ঠাণ্ডা কম।
এতে মনে হইল শীত বিদায় নেছে। কিন্তু আজিকার ঠাণ্ডা দেখি মনে হছে শীত আবার ফিরি আইসেছে।’
আবহাওয়া অফিস বলেছে, আজ উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে কমতে পারে দক্ষিণে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সারা দেশেই।
আগামীকাল শনিবারও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা বাড়তে পারে। এ সময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আগামী কিছুদিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গতকাল কালের কণ্ঠকে বলেন, ‘কিছুদিন ধরে আকাশে জড়ো হওয়া মেঘ কেটে যাওয়ায় রাতের তাপমাত্রা কিছুটা কমেছে সারা দেশেই। রংপুর বিভাগে আগামীকালও (আজ) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এরপর থেকে তাপমাত্রা বাড়বে। শনিবার বিক্ষিপ্তভাবে রংপুর বিভাগের দু-এক জায়গায় শৈত্যপ্রবাহ থাকতে পারে। ১২ ফেব্রুয়ারি (সোমবার) বা এর পর থেকে সারা দেশেই ক্রমান্বয়ে বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা।’
তবে গতকাল তাপমাত্রা নামলেও শীতের অনুভূতিতে তা বড় প্রভাব ফেলেনি। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৭.৭ ডিগ্রি থাকলেও সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। প্রায় সারা দিনই রোদ থাকায় শৈত্যপ্রবাহ কামড় বসাতে পারেনি সেভাবে। সকালে কিছুটা শীত থাকলেও রোদ থাকায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শীতের অনুভূতি কমেছে।
গতকাল মৃদু শৈত্যপ্রবাহের কাছাকাছি তাপমাত্রা ছিল দেশের আরো কয়েকটি জেলায়। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১০.২ ডিগ্রি, ঈশ্বরদী ও কিশোরগঞ্জের নিকলীতে ১০.৫ ডিগ্রি এবং রাজশাহীতে ১০.৬ ডিগ্রি ছিল সর্বনিম্ন তাপমাত্রা। তাপমাত্রা কমেছে ঢাকায়ও। রাজধানীতে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চট্টগ্রামের সন্দ্বীপে, ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস।
[প্রতিবেদনে তথ্য দিয়েছেন নীলফামারী প্রতিনিধি]