শিশুদের সঙ্গে আলিয়া ভাট
২০২০ সালে শিশুদের জন্য পরিবেশবান্ধব পোশাক ব্র্যান্ড ‘এড-এ-মামা’ চালু করেন আলিয়া ভাট। গেল এক বছরে ব্র্যান্ডটি থেকে নানা সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করেছেন। এবার অভিনেত্রী নিলেন নতুন এক উদ্যোগ। ঘোষণা দিয়েছেন তাঁর ব্র্যান্ড থেকে কোনো পোশাক কিনলেই কম্পানির পক্ষ থেকে সুবিধাবঞ্চিত শিশুদের একটি করে পোশাক উপহার দেওয়া হবে।
আলিয়ার ব্র্যান্ড থেকে কেউ একটি পোশাক কিনলে সুবিধাবঞ্চিত কোনো এক শিশু বিনামূল্যে পাবে একটি পোশাক
এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘বাই ওয়ান গিভ ওয়ান’। এই উদ্যোগ প্রসঙ্গে আলিয়া ভাট এক বিবৃতিতে বলেন, ‘এড-এ-মামার মাধ্যমে আমরা শিশুদের জন্য এমন এক পৃথিবী তৈরি করতে চাই যেখানে তাদের প্রকৃতির ভালোবাসায় লালন করা হবে, তারা কী ভালোবাসে সে বিষয়টা দেখা হবে। বাই ওয়ান গিভ ওয়ান উদ্যোগ তাদের পোশাক উপহার দেবে। কিছুটা দুর্ভাগ্য নিয়ে জন্ম নেওয়া শিশুদের হাসি ফোটাতে সাহায্য করবে এটা। ‘
এদিকে দুই বছর ধরে বড় পর্দায় অনুপস্থিত আলিয়া। ২০২২ সালে তাঁর চারটি ছবি মুক্তি পাওয়ার কথা। যার মধ্যে দুটি ‘গাঙ্গুবাঈ কাথিওয়াড়ি’ ও ‘আরআরআর’ মুক্তির কথা ছিল এ মাসেই। কিন্তু ভারতে কভিড সংক্রমণ বাড়ায় সেটা স্থগিত করা হয়।