রাশিয়ার সঙ্গে ভারতের তেলের লেনদেন, মোদি-বাইডেন বৈঠক আজ

পুরনো ছবি

ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর থেকেই চাপে রয়েছে ভারত। রাশিয়ার সঙ্গে ভারতের তেল চুক্তি নিয়ে পশ্চিমাদের ক্রমবর্ধমান চাপের মধ্যে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে নয়াদিল্লি। এ পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করবেন।

এক বিবৃতির বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, চলমান দ্বিপাক্ষিক সহযোগিতা পর্যালোচনা করবেন দুই নেতা।

এছাড়া দক্ষিণ এশিয়া, ইন্দো-প্যাসিফিক অঞ্চল এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বৈশ্বিক ইস্যু নিয়েও মত বিনিময় করবেন তারা।

আজকের ভার্চুয়াল বৈঠকের ফলে বৈশ্বিক ইস্যুতে কৌশলগত অংশীদারিত্ব আরো দৃঢ় করার লক্ষ্যে উভয় পক্ষ নিয়মিত এবং উচ্চ-পর্যায়ে সম্পৃক্ত হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

মোদি ও বাইডেনের মধ্যকার আলোচনায় ইউক্রেনের পরিস্থিতি উঠে আসার সম্ভাবনা রয়েছে। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার ব্যাপারে বাইডেন প্রশাসন থেকে মূল ভূমিকা নেওয়া ব্যক্তি হলেন আন্তর্জাতিক অর্থনীতি বিষয়ক মার্কিন জাতীয় উপ-নিরাপত্তা উপদেষ্টা দিলীপ সিং। সম্প্রতি রাশিয়া থেকে তেল আমদানির বিরুদ্ধে ভারতকে সতর্ক করেছেন তিনি।

যদিও হোয়াইট হাউস থেকে স্পষ্ট করে বলা হয়েছে- দিলীপ সিং তার সফরে গঠনমূলক কথা বলেছেন। তার মন্তব্যকে সতর্কতা হিসেবে দেখা উচিত নয়।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছেন, তিনি (দিলীপ সিং) গিয়েছিলেন এবং গঠনমূলক আলোচনা করেছিলেন। তিনি স্পষ্ট করে দিয়েছিলেন যে, এটা ভারতসহ প্রতিটি দেশের সিদ্ধান্ত যে- তারা রুশ তেল আমদানি করবে কি না। এটি তাদের আমদানির মাত্র ১ থেকে ২ শতাংশ, তাদের আমদানির প্রায় ১০ শতাংশ যুক্তরাষ্ট্র থেকে।

জেন পিসাকি বলেছেন, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার নৃশংস হামলার পরিণতি এবং বিশ্বব্যাপী খাদ্য সরবরাহ ও পণ্যের বাজারে সেটির অস্থিতিশীল প্রভাব প্রশমিত করার ব্যাপারে আমাদের তরফ থেকে পরামর্শ অব্যাহত রাখবেন বাইডেন।

এর আগে মার্চে কোয়াড নেতাদের সঙ্গে কথোপকথনের সময় নরেন্দ্র মোদির সঙ্গে সর্বশেষ কথা হয়েছিল বাইডেনের।
সূত্র: এনডিটিভি।

LEAVE A REPLY