অবশেষে মৃত্যুপুরী থেকে বের হচ্ছেন ইউক্রেনের সাধারণ মানুষ

রাশিয়ার হামলায় সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়েছে ইউক্রেনের বন্দর শহর মারিউপোল।

যুদ্ধ শুরু হওয়ার পর দুই সপ্তাহেরও বেশি সময় ধরে এই শহর ঘিরে রেখে হামলা চালিয়েছে  রুশ সেনারা।

ফলে সাধারণ মানুষ আটকা পড়ে যায়। খাবারের অভাব দেখা দেয়, পানির অভাব দেখা দেয়, রাশিয়ার হামলায় মৃত্যুবরণ করা সাধারণ মানুষ ও সেনাদের লাশ পড়ে থাকে রাস্তায়। 

জানা গেছে শুধুমাত্র মারিউপোলে এখন পর্যন্ত ২৫০০ এর বেশি মানুষ মারা গেছেন।

সব মিলিয়ে মৃত্যুপুরীতে পরিণত হয় মারিউপোল। কিন্তু রাশিয়ানদের অব্যহত ক্ষেপণাস্ত্র হামলার কারণে শহর থেকে কেউ বেরও হতে পারছিল না। 

অবশেষে যুদ্ধ শুরু হওয়ার ১৯দিন পর মারিউপোল থেকে বের হওয়ার সুযোগ পাচ্ছে সাধারণ মানুষ। বিষয়টি নিশ্চিত করেছে শহরটির মেয়রের অফিস। 

পেত্রো আন্দ্রিয়োশেনকো নামে একজন কর্মকর্তা এ ব্যাপারে বলেন, এখন পর্যন্ত ৫০টি ব্যক্তিগত গাড়ি বেরদিয়ান্সকে পৌঁছেছে। এগুলো এখন জাপোরিঝিয়া যাবে। 

পরবর্তীতে মেয়রের অফিস থেকে জানানো হয় প্রায় ১৬০টি ব্যক্তিগত গাড়ি মারিউপোল ছাড়তে সমর্থ হয়। 

এদিকে মারিউপোল থেকে সাধারণ জনগণকে বের করে নিয়ে যাওয়ার জন্য ইউক্রেন  চাপ দিচ্ছিল। কয়েকবার মানবিক করিডোর তৈরিও করা হয়েছিল। কিন্তু দুই পক্ষই যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করার অভিযোগ এনে হামলা শুরু করে। ফলে মানুষ পুরোপুরি শহরটিতে অবরুদ্ধ হয়ে পড়ে। 

সূত্র: সিএনএন

LEAVE A REPLY