মিয়ানমার-চীন সীমান্তে শক্তিশালী ভূমিকম্প

প্রতীকি ছবি

মিয়ানমার-চীন সীমান্ত অঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় আজ শুক্রবার সকালে এই ভূমিকম্প অনুভূত হয় বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। এর কম্পন থাইল্যান্ডেও অনুভূত হয়েছে বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬.২১ মাইল)। মার্কিন ভূতাত্ত্বিক জরিপসংস্থা ইউএসজিএস বলেছে, ৫ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পটি মিয়ানমারের শান রাজ্যের কেং তুং শহরের প্রায় ৭৬ কিলোমিটার (৪৭ মাইল) দক্ষিণ-পশ্চিমে আঘাত হানে।

এদিকে এপির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকালে মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে মিয়ানমারের পূর্বাঞ্চল। 

LEAVE A REPLY