বায়ুদূষণে আজ শীর্ষ দুইয়ে ঢাকা

বায়ুদূষণে আজ বিশ্বে চতুর্থ অবস্থানে আছে ভারতের দিল্লি। ছবি : সিএনএন

শহরের বাতাসের মান বিবেচনায় আজ শুক্রবার বিপজ্জনক অবস্থায় আছে পাকিস্তানের লাহোর। বেলা ১১টা পর্যন্ত এয়ার কোয়ালিটি ইনডেস্ক (আইকিউআই)-এর র‌্যাংকিংয়ে ৪৭৩ স্কোর নিয়ে বায়ুদূষণের দিক থেকে শীর্ষে আছে শহরটি।

সাধারণত তিন শর বেশি স্কোর হলে সেটিকে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়। আইকিউআইয়ের র‌্যাংকিংয়ে ঢাকাও আজ বিপজ্জনক অবস্থানে আছে।

৩১৪ স্কোর নিয়ে ঢাকা আজ বায়ুদূষণে বিশ্বে দ্বিতীয়। 

র‌্যাংকিংয়ে ঢাকার পরে আছে ভারতের কলকাতা (২৭২)। চতুর্থ ও পঞ্চম স্থানে আছে যথাক্রমে ভারতের দিল্লি (২৫২) ও পাকিস্তানের করাচি (২২০)। 

আইকিউআইয়ের র‌্যাংকিংয়ে সর্বোচ্চ ১১০টি শহরের নাম থাকে।

এর ৫৭টিতে বাতাসের মান আজ মাঝারি থেকে বিপজ্জনক অবস্থায় আছে। বাকি শহরগুলোতে বাতাসের মান স্বাস্থ্যকর। এ দিক থেকে শীর্ষে আছে নরওয়ের রাজধানী অসলো। শহরটিতে বায়ুদূষণের স্কোর মাত্র সাত।

LEAVE A REPLY