বাসসহ ৬ যানবাহন ভাঙচুর

বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ চলাকালে খাগড়াছড়ির মাটিরাঙায় রাতের আঁধারে যাত্রীবাহী বাসসহ অন্তত ছয়টি যানবাহন ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে উপজেলার যৌথ খামার এলাকায় এ ঘটনা ঘটে।

ভাঙচুর হওয়া একাধিক গাড়ির চালক ও সহকারীরা বলেন, ‘রাতে যৌথখামার এলাকায় যানবাহনে দুর্বৃত্তরা হামলা করে। এসময় সিএনজিচালিত অটোরিকশা, পিকআপ, ট্রাক ও যাত্রীবাহী বাস ভাঙচুর করে তারা। বাসে থাকা এক নারী যাত্রী আহত হয়েছেন।’

হামলায় কমপক্ষে ৫০/৬০ দুর্বৃত্ত অংশ নেয় বলে জানিয়েছেন তারা।

আহত নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মাটিরাঙা থানার ওসি কৃষ্ণ কমল ধর বলেন, ‘সড়কের নিরাপত্তায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।’ 

LEAVE A REPLY