যুদ্ধবিরতির মধ্যে ফিলিস্তিনের নৌকায় ইসরাইলের গুলি

যুদ্ধবিরতির মধ্যেই গাজার খান ইউনুস উপকূলে বুধবার গোলাবর্ষণ করেছে ইসরাইলি গানবোট। এ সময় ফিলিস্তিনি নৌকায় গুলিও চালানো হয়েছে। এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধবিরতি আরও পাঁচ দিন বাড়তে পারে বলে জানিয়েছেন ইসরাইল সরকারের মুখপাত্র ইয়েলন লেভি। তবে হামাস জানিয়েছে, যুদ্ধবিরতি চারদিন বাড়তে পারে। যুদ্ধবিরতির পঞ্চম দিনে ১২ জিম্মি ও ৩০ ফিলিস্তিনি বন্দি মুক্তি পেয়েছে। এএফপি, আলজাজিরা ও বিবিসি।

আলজাজিরার সংবাদদাতা জানিয়েছেন, যুদ্ধবিরতির মধ্যে বুধবার সকালে দক্ষিণ গাজার খান ইউনুসের উপকূলে ইসরাইলি গানবোট গোলা বর্ষণ করেছে। ইসরাইলে ওয়ালা নিউজ গাজার উপকূলে আরও একটি ঘটনার কথা জানিয়েছে। সেখানে বলা হয়, নৌবাহিনীর যোদ্ধারা একটি ফিলিস্তিনি নৌকার ওপর গুলি চালায়। নৌকাটি যেটি দেইর আল-বালাহ উপকূল থেকে সাগরে যাওয়ার চেষ্টা করছিল। গুলিবর্ষণের পর নৌকাটি তীরে ফিরে আসে।

যুদ্ধবিরতি ও সংঘাত নিয়ে ইসরাইলের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সাংবাদিকদের ইয়েলন লেভি বলেন, বন্দিবিনিময় অব্যাহত রেখে চলমান যুদ্ধবিরতির প্রক্রিয়া আরও পাঁচ দিন বাড়ানো যেতে পারে। তিনি বলেন, হামাস যদি জিম্মিদের মুক্তি দেওয়া অব্যাহত রাখে, তাহলে আমরা আরও ৫০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেব। হামাস যখন জিম্মিদের মুক্তি দেওয়ার প্রক্রিয়া স্থগিত করবে, তখন আমরা তাদের ওপর সামরিক চাপ সৃষ্টি করব। সোমবার যুদ্ধবিরতির মেয়াদ ৪৮ ঘণ্টা বাড়াতে সম্মত হয় হামাস ও ইসরাইল।

১২ জিম্মি ও ৩০ ফিলিস্তিনি বন্দি মুক্ত : ইসরাইল জানিয়েছে, মঙ্গলবার রাতে গাজা থেকে মুক্তি পাওয়া আরেক দল জিম্মি ইসরাইলে ফিরেছে, তাদের মধ্যে ১০ জন ইসরাইলের নাগরিক অপর দুইজন থাইল্যান্ডের।

এ নিয়ে যুদ্ধবিরতির পাঁচ দিনে গাজায় বন্দি প্রায় ২৪০ জন জিম্মির মধ্যে ৮১ জন মুক্তি পেল। তাদের মধ্যে ৬১ জন ইসরাইলি আর তাদের সবাই নারী ও শিশু। মঙ্গলবার ১০ ইসরাইলি জিম্মির বিনিময়ে ইসরাইল তাদের কারাগারে বন্দি থাকা আরও ৩০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে। এ নিয়ে পাঁচ দিনে মুক্তি পাওয়া ফিলিস্তিনির সংখ্যা ১৮০ জনে দাঁড়িয়েছে। তাদেরও সবাই নারী ও শিশু। তবে ইসরাইল একদিকে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দিলেও যুদ্ধবিরতির প্রথম চারদিনে তারা পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীর থেকে ১৩৩ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে বলে ফিলিস্তিনি প্রিজনার অ্যাসোসিয়েশন জানিয়েছে।

ইসরাইলের কারাগার থেকে মুক্তি পাওয়া ১৪ বছরের এক ফিলিস্তিনি বালক সংবাদমাধ্যমকে বলেছে, তাকে তার বাড়ির বাইরে না যেতে ও মুক্তি উদ্যাপন না করতে বলেছে ইসরাইলি কর্তৃপক্ষ। এমন কিছু করলে তাকে আবার গ্রেফতার করা হতে পারে বলে সতর্ক করেছে।

LEAVE A REPLY