শিল্পকলা একাডেমিতে ‘আগুনের সাথে বসবাস’

দেশের প্রখ্যাত গীতিকবি ও চলচ্চিত্রকার গাজী মাজহারুল আনোয়ার। জীবদ্দশায় তিনি নিজের লেখা গানের নেপথ্যের গল্প নিয়ে ‘অল্প কথার গল্প গান’ নামে একটি বই লিখেছিলেন। সেটি প্রকাশও হয়েছে। এবার এই প্রয়াত কিংবদন্তিকে নিয়ে লিখেছেন তার স্ত্রী জোহরা গাজী। বইয়ের নাম ‘আগুনের সাথে বসবাস’। 

সম্প্রতি রাজধানীর শিল্পকলা একাডেমিতে বইটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। 

এতে উপস্থিত ছিলেন- সৈয়দ আব্দুল হাদী, খুরশীদ আলম, শেখ সাদী খান, লিনু বিল্লাহ, মোহাম্মদ রফিক উজ জামান, সত্য সাহার স্ত্রী রমলা সাহা, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, ফেরদৌস, আঁখি আলমগীর, ইউসুফ, মুহিনসহ অনেকে। গাজীকন্যা সংগীতশিল্পী দিঠির উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY