অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস এন্ড মিডিয়া ক্লাবের ইফতার আয়োজন

Iftar 2024

গত ১ এপ্রিল সোমবার সিডনির “রকডেল গার্ডেন” এ অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস এন্ড মিডিয়া ক্লাব এক ইফতার অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনটির সভাপতি রহমত উল্লাহ ও সাধারণ সম্পাদক মোঃ ইকবাল ইউসুফ টুটুলের আহবানে বিকেল থেকেই সিডনিতে অবস্থিত বেশিরভাগ প্রেস ও মিডিয়া ক্লাবের সদস্যরা জড়ো হতে থাকে।

আন্তরিকতায় ভরপুর ইফতারে ছিল দেশীয় সমস্ত ইফতার। ইফতারের পর শাখাওয়াত নয়নের সঞ্চালনায় একটি সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস এন্ড মিডিয়া ক্লাবের বিগত দিনের উল্লেখযোগ্য কিছু কাজের কথা তুলে ধরেন মিডিয়ার ব্যক্তিবর্গ। আগামীতে ঈদ পুনর্মিলনী ও বাংলা নববর্ষ পালনের ব্যাপারে একটি অনুষ্ঠান করার সিদ্বান্ত নেয়া হয়। এছাড়াও এই সংগঠনের সাথে সংযুক্ত দুই জন ব্যাক্তিকে আগামীতে সম্মাননা দেয়ার বিষয়ে প্রস্তাবনাও আসে।

ইফতারের অনুষ্ঠানে সম্পানিত অতিথিদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন সিডনির কমিউনিটির ব্যক্তিত্ব গামা আব্দুল কাদের ও কলামিস্ট অজয় দাস গুপ্ত। কিছু উল্লেখযোগ্য মতামত ব্যক্ত করেন সংগঠনটির উপদেষ্টা আবু রেজা আরেফিন।

এছাড়াও সংক্ষেপে বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন , প্রশান্তিকার সম্পাদক আতিকুর রহমান ,দৈনিক জনকণ্ঠের অস্ট্রেলিয়ার প্রতিনিধি কাজী সুলতানা শিমি , সময় টিভির প্রতিনিধি আমিনুল ইসলাম রুবেল , প্রভাত ফেরীর সম্পাদক মন্ডলীর প্রধান শ্রাবন্তী কাজী আশরাফী ও সোলাইমান আশরাফী , মুক্তমঞ্চের সম্পাদক আল নোমান শামীম , সিডনি বেঙ্গলিজ এর সম্পাদক মোঃ আবু তারিক , আড়ং এর সম্পাদক এলিজা টুম্পা এবং আমাদের কথার সম্পাদক পূরবী পারমিতা বোস।

সম্মানিত অতিথিদের মধ্যে আরো ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব শিমুল শিকদার ,মোঃ কাইয়ুম , মাছুদা ছবি, ফটো গ্রাফার এলান খান ও মোহাম্মদ জাহাঙ্গীর , ফটো সাংবাদিক আকাশ দে , একুশে একাডেমির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আব্দুল মতিন ও শিল্পী অমিয়া মতিন ,লেবার পার্টির নেতা টিটু সোহেল , পাভেল দেওয়ান ,সাজ্জাদ সিদ্দিকী , এলভিন পান্ডে সহ সিডনির গন্যমান্য ব্যাক্তিবর্গ।

LEAVE A REPLY