মিনায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি যুবরাজের সৌজন্য সাক্ষাৎ

সংগৃহীত ছবি

সৌদি আরব গিয়ে পবিত্র হজ পালন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। হজের আনুষ্ঠানিকতা পালনকালে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। 

গত সোমবার (১৭ জুন) মিনায় অনুষ্ঠিত বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে এ সাক্ষাৎ হয়। আজ মঙ্গলবার (১৯ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ১১ জুন স্ত্রী নুরান ফাতেমাকে নিয়ে হজ করতে যান পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। ওই সময় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাঁকে বিদায় জানিয়েছিলেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আল দুহাইলান। 

চলতি বছর হজ করতে দেশ থেকে সৌদি আরব গিয়েছেন ৮৫ হাজার ২৫৭ জন। তাদের মধ্যে এখন পর্যন্ত ২১ বাংলাদেশির মৃত্যু হয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার (২০ জুন) ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই।

LEAVE A REPLY