ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আিইপিএল) এবং পাকিস্তান সুপার লিগ (পিএসএল) পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে বলে জানিয়েছে দেশ দুটির ক্রিকেট বোর্ড।
পেহেলগামে হামলার জেরে গতরাতে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত জম্মু ও কাশ্মীরে ‘অপারেশন সিঁদুর’ নামক একটি বিমান হামলা চালায়। এতে ৮ জন নিহত ও ৩৫ জন আহত হয়।
তবে এসব উত্তেজনার মাঝেও চলতি আইপিএল নির্ধারিত সময়সূচি অনুযায়ীই চলবে।
এএনআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিসিসিআইয়ের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে বর্তমান পরিস্থিতি লিগের সময়সূচিতে কোনো প্রভাব ফেলবে না এবং সব ম্যাচ পূর্বনির্ধারিত অনুযায়ী অনুষ্ঠিত হবে।
অন্যদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) ঘোষণা করেছে যে পাকিস্তান সুপার লিগ নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত চলবে। পিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, ইসলামাবাদ ইউনাইটেড আজ পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ম্যাচ খেলবে।











































