‘আমি বন্ধুত্বের মূল্য দিতে জানি’

কিছুদিন আগে মুক্তি পাওয়া ‘শেরশাহ’ সিনেমার সাফল্যের পাশাপাশি সিনেমাটিতে অভিনয় নিয়ে এখনো দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছেন অভিনেত্রী কিয়ারা আদভানি। সিনেমাটিতে প্রেমিক সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে তার রসায়ন দারুণ প্রশংসিত হয়েছে।

7 Years Of Kiara Advani: Celebrating The Diverse Performances Of The  Actress Through The Years

সম্প্রতি সিনেমাটিতে সিদ্ধার্থের সঙ্গে তার অভিনয় নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি বন্ধুত্বের মূল্য দিতে জানি। সেটা সিদ্ধার্থ হোক বা অন্য কেউ। যাকে বন্ধু মনে করি তার জন্য ব্যস্ততার মাঝেও সময় বের করার চেষ্টা করি। আর পর্দার রসায়ন নিয়ে বলবো, এখানে আমাদের নিজেদের সম্পর্ক কোনো প্রভাব ফেলে না। কারণ চিত্রনাট্যে যা লেখা থাকে আমরা সেটারই রূপ দেওয়ার চেষ্টা করি মাত্র।

PHOTO: Kiara Advani is impressed with rumoured boyfriend Sidharth  Malhotra's new post caption | PINKVILLA

তবে অপরিচিতদের চেয়ে পরিচিতদের সজের বোঝাপড়াটা ভালো হয়। সিদ্ধার্থ তো আমার কাছে বিশেষ মানুষ। তাছাড়া সিদ্ধার্থ অনেক ভালো একজন অভিনেতা। তার সঙ্গে কাজ করতে বরাবরই সাচ্ছন্দ্যবোধ করি।’

এছাড়া সিদ্ধার্থের সঙ্গে তার বিয়ে প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘বিয়ে জীবনের একটি অংশ। আমিও সেটা করতে চাই। কিন্তু জানি না মানুষ কেন এত তাড়াতাড়ি আমার বিয়ে দেখতে চায়। আমি মনে করি আমার বিয়ে করার মতো সময় এখনো আসেনি। ক্যারিয়ার সবে শুরু হয়েছে। আপাতত নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকতে চাই।’

LEAVE A REPLY