তরমুজ ভালো কি না যেভাবে বুঝবেন..

তরমুজ কিনতে গেলে তাই খেয়াল রাখুন কিছু বিষয়। ছবি : সংগৃহীত

যারা নিয়মিত ফল কেনেন তাদেরও কখনো কখনো বিপাকে পড়তে হয় কোন ফলটা খেতে ভালো হবে, মিষ্টি হবে এসব বিষয় বুঝতে। কিছু ফল বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই ভেতরে কেমন হবে। এসব ফলের মধ্যে তরমুজ অন্যতম। তরমুজ কিনতে গেলে তাই খেয়াল রাখুন কিছু বিষয়, তাহলেই আর বিপাকে পড়তে হবে না।

  • অপেক্ষাকৃত ছোট ও বাঁকা তরমুজ মিষ্টি ও রসালো হয় না। তাই কেনার সময় গোল বা ডিম্বাকৃতির তরমুজ কেনা ভালো। 
  • তরমুজ কেনার আগে হাতে নিয়ে যদি ভারী মনে হয় তাহলে কেনা ভালো। যদি হালকা বা ফাঁপা লাগে তাহলে সেটি না কেনাই শ্রেয়।

 তরমুজের গায়ে একটি অংশ হলদে হয়ে গেলে সেটা কিনতে পারেন নিশ্চিন্তে। অনেক সময়ই তরমুজের গায়ে সাদা সাদা দাগ দেখা যায়। এমন হলে সে তরমুজ না কেনাই ভালো।তরমুজের গোড়ায় শুকিয়ে যাওয়া অংশ থাকলে বুঝবেন সেটি ঠিকমতো পেকেছে।

এমন তরমুজ খেতে ভালো হয়। তরমুজ কেনার সময় টোকা দিয়ে দেখুন। যদি ভারী শব্দ আসে তবে কিনুন। তবে যদি শব্দ অতিরিক্ত ভারী হয় তাহলে না কেনাই ভালো।

LEAVE A REPLY