এ জে মোহাম্মদ আলীর সম্মানে বন্ধ সুপ্রিম কোর্টের বিচারকাজ

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলীর মৃত্যুতে তাঁর প্রতি সম্মন জানিয়ে সুপ্রিম কোর্টে বন্ধ রাখা হয়েছে দিনের বাকি বিচারকাজ। আজ রবিবার সকাল সাড়ে ১০টার পর আপিল বিভাগ এবং বেলা ১১টার পর হাইকোর্ট বিভাগ আর বিচারকাজে বসেনি। 

এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ বিচারকাজ বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানান। 

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন সুপ্রিম কোর্টের রীতি তুলে ধরে বিচারকাজ বন্ধ রাখার অনুরোধ জানান।

তখন প্রধান বিচারপতি বলেন, আমরা আপিল বিভাগের বিচারপতিদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি- এ জে মোহাম্মদ আলীর সম্মানে সকাল সাড়ে ১০টার পর থেকে আপিল বিভাগের বিচারকাজ বন্ধ থাকবে। সকাল ১১টার পর হাইকোর্ট বিভাগের বিচারকাজ বন্ধ থাকবে।

গত ২ মে সিঙ্গাপুরের বাংলাদেশ সময় ২টা ২৪ মিনিটে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এ জে মোহাম্মদ আলী। তিনি সেখানে প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা নিচ্ছিলেন।

তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। শনিবার ৪ মে বিকেলে জানাজা শেষে তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হয়।

২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত এ জে মোহাম্মদ আলী বাংলাদেশের দ্বাদশ অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বাবা এম এইচ খন্দকার ছিলেন বাংলাদেশের প্রথম অ্যাটর্নি জেনারেল।

তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন।

LEAVE A REPLY