প্রথমবার এফডিসিতে তথ্য উপদেষ্টা

তথ্য উপদেষ্টা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেরে গেল আগস্টে পরিবর্তন হয়েছে সরকার। ওই দিনই পালিয়েছে স্বৈরাচার শেখ হাসিনা। তার পরই গঠন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ওই সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সমন্বয়ক নাহিদ ইসলাম।

তার পর থেকে বেশ ভালোভাবেই সামলাচ্ছেন এই মন্ত্রণালয়। তবে দায়িত্ব নেওয়ার পর তার মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত প্রতিষ্ঠান এফডিসিতে আসলেন প্রথমবার। চলতি বছরের ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন। নির্বাচন ঘিরে এফডিসিতে আসা-যাওয়া বেড়েছে নির্মাতাদের।

এর মাঝেই হঠাৎ এফডিসিতে হাজির হয়ে চমকে দেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

রবিবার (৮ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সঙ্গে মতবিনিময় করে পরিচালক সমিতি। দুই পক্ষের উপস্থিতিতে এদিন বেশ আনন্দঘন হয়ে ওঠে এফডিসির পরিবেশ।

তাদের বিদায়ের পরপরই এফডিসির স্টাডি রুম (পরিচালক সমিতি) প্রাঙ্গণে উপস্থিত হন উপদেষ্টা নাহিদ ইসলাম।

এ সময় সমিতির অভ্যন্তরে তাকে স্বাগত জানান পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন।

এ বিষয়ে উপমহাসচিব কবিরুল ইসলাম রানা বলেন, ‘তথ্য উপদেষ্টা মহোদয় আসবেন এমন কোনো খবর আমাদের কাছে ছিল না। হঠাৎ করেই এফডিসি ভিজিটে আসেন তিনি। আমাদের মধ্যে হৃদ্যতাপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। প্রায় বিশ মিনিটের মতো এফডিসিতে ছিলেন।

এ সময় আমাদের কথাগুলো মনোযোগ সহকারে শুনেছেন তিন। এক পর্যায়ে চলচ্চিত্র উন্নয়নে তার কিছু পদক্ষেপের সারসংক্ষেপ আমাদের সামনে তুলে ধরেন।’

তিনি আরো বলেন, ‘খুব শিগগিরই চলচ্চিত্রের উন্নয়নে বর্তমান সরকারের নেওয়া পদক্ষেপগুলো নিয়ে আনুষ্ঠানিকভাবে আমাদের সঙ্গে বসবেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।’

LEAVE A REPLY