‘সিলেটের চেয়েও ব্যাটিং বান্ধব চট্টগ্রামের উইকেট’

আসন্ন ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে দেশের ব্যাটিং সহায়ক ভেন্যুগুলোতে খেলছে বাংলাদেশ। সিলেটের পর এবার চট্টগ্রামে আগামীকাল সোমবার থেকে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। ফরম্যাট ভিন্ন হলেও ভালো উইকেটে ব্যাটিং করাটা বাড়তি প্রেরণা হিসেবে কাজ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের শুষ্ক ও ধূসর উইকেট দেখে দুই দলের কোচই বলেছেন, এমন উইকেট যে ব্যাটিং স্বর্গ হয়ে উঠতে পারে। 

সকালের অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে চট্টগ্রামের উইকেট নিয়ে বলেছেন, ‘দেখে মনে হচ্ছে, ব্যাটিং বান্ধব উইকেট। কারণ উইকেটে আমাদের পছন্দমতো যথেষ্ট ঘাস নেই। আমার মনে হয়, এখানে কিছু করার নেই। আমার মতে, মাঝের পিচগুলোয় ঘাস নেই কারণ এখানে অনেক ক্রিকেট খেলা হয়। আশা করি, ট্রু উইকেট হবে। তবে আমার মনে হয় না, এই মুহূর্তে এটা খুব বেশি গতিময় পিচ হবে।’

অন্যদিকে আয়ারল্যান্ডের কোচ আইনরিখ মালান চট্টগ্রামের উইকেট দেখে মহাখুশি। তিনি বলেছেন, ‘টি-টোয়েন্টির উইকেটের কথা চিন্তা করলে, রানের কথাই তো ভাবনায় আসে, তাই না? মানুষ রান দেখতে চায়। এই উইকেট দেখে সিলেটের চেয়ে বেশি ব্যাটিং বান্ধব মনে হচ্ছে। এটি বেশ শক্ত মনে হচ্ছে। আমার মনে হয়, বোলারদের জন্য কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে এই উইকেট। আমরা আক্রমণাত্মক ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চাই। দারুণ ক্রিকেট খেলতে থাকা একটি দলের বিপক্ষে এটা কঠিন চ্যালেঞ্জ।’

LEAVE A REPLY