হ্যামস্ট্রিং চোটের কারণে আইপিএলের বাকি অংশ থেকে ছিটকে গেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ওপেনার দেবদূত পাডিকাল। তার পরিবর্তে কর্ণাটক দলের অধিনায়ক মায়াঙ্ক আগারওয়ালকে ১ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে বেঙ্গালুরু। ৪ বছর বয়সী আগারওয়াল ২০১১-২০১৩ পর্যন্ত দলটির হয়ে ৩৫ ম্যাচ খেলে ৪৯২ রান করেছিলেন।
পাডিকালের অনুপস্থিতি বেঙ্গালুরুর জন্য বড় ধাক্কা।
চলতি আসরে ১০ ইনিংসে ২৪৭ রান করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান।
এদিকে, দিল্লি ক্যাপিটালসে ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুকের পরিবর্তে দলে যুক্ত হয়েছেন আফগানিস্তানের উদীয়মান তারকা সেদিকুল্লাহ আতাল। টানা দ্বিতীয় মৌসুমে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেওয়ায় ব্রুককে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়।
২৩ বছর বয়সী আতাল ১.২৫ কোটি টাকা ভিত্তিমূল্যে প্রথমবারের মতো আইপিএলে খেলতে যাচ্ছেন।
এখন পর্যন্ত তিনি ৪৯টি টি-টোয়েন্টি ম্যাচে করেছেন ১৫০৭ রান (গড় ৩৪.২৫, স্ট্রাইক রেট ১৩১.২৭)। সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচে চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে থেলেছিলেন ৮৫ রানের দারুণ এক ইনিংস।