ভারতে বিমান বিধ্বস্ত, জোশী পরিবারের শেষ সেলফি

শেষ সেলফি

প্রতীক জোশী গত ছয় বছর ধরে লন্ডনে বসবাস করছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ভারতে থাকা তার স্ত্রী এবং তিন ছোট সন্তানকে যুক্তরাজ্যে নিয়ে যেতে রীতিমতো সংগ্রাম করছিলেন। অবশেষে সেই স্বপ্ন বাস্তবায়ন হলো। সকলের কাগজপত্র হলো।

যুক্তরাজ্যে যাওয়ার আগে স্ত্রী কোমি ব্যাস নিজের চাকরি থেকে ইস্তফা দেন। 

এরপর এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে উড়াল দেওয়ার সময় হয়ে এলো। যুক্তরাজ্যে গিয়ে নতুন করে জীবন শুরু হবে পেই পরিবারের। বিমানে উঠে একটি সেলফিও পোস্ট করেছেন।

হিন্দুস্তান টাইমস পিটিআইয়ের বরাত দিয়ে এই পরিবারের শেষ হয়ে যাওয়ার কাহিনি প্রকাশ করেছে। সেলফিতে দেখা যায়, স্বামী প্রতীক জোশী, স্ত্রী কোমি ব্যাস একসঙ্গে, পরে ধাপের সিটে তিন সন্তান মিরায়া জোশী, প্রদ্যুত জোশী, নকুল জোশী। সবাই হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিচ্ছিল। 

কিন্তু কে জানতো এই সেলফি থেকে মৃত্যু মাত্র কয়েক মিনিট দূরে অপেক্ষা করছে।

ভারতের আহমেদাবাদে ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার বিমানে আর কারো জীবিত থাকার সম্ভাবনা নেই। এরইমধ্যে উদ্ধার কাজও শেষ করার ঘোষণা দিয়েছে দেশটির বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়।  

বিমান পরিবহন সংস্থাটি জানিয়েছে, যাত্রী ও ক্রু সদস্য মিলিয়ে ২৪২ জনের মধ্যে মাত্র একজনই জীবিত রয়েছেন। মৃত্যু হয়েছে ২৪১ জনের।

LEAVE A REPLY