মন্তেরেইকে বিদায় জানালেন সার্জিও রামোস

সার্জিও রামোস। ছবি : রয়টার্স

মেক্সিকান অ্যাপারচুরা লিগের সেমিফাইনাল থেকে মন্তেরেই বিদায় নেওয়ার ঠিক তিন দিন পরই ক্লাবের সঙ্গে পথচলার ইতি টানলেন স্প্যানিশ তারকা ডিফেন্ডার সার্জিও রামোস। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।

৩৯ বছর বয়সী রামোস চলতি মৌসুমের শুরুতে এক বছরের চুক্তিতে মেক্সিকোর ক্লাবটিতে যোগ দেন। শনিবার দলের বিদায়ের মধ্য দিয়ে তার সেই চুক্তির মেয়াদও শেষ হয়ে যায়।

k

বিদায়বার্তায় রামোস লিখেছেন, ‘বিদায় বলা কখনোই সহজ নয়। ফেব্রুয়ারিতে অনেক আনন্দ ও প্রত্যাশা নিয়ে শুরু করা এই অধ্যায় এখন শেষ। এখানে এসে আমি নতুন দেশ, নতুন শহর ও নতুন ধরনের ফুটবলকে কাছ থেকে দেখেছি। সবচেয়ে বড় লাভ, নতুন নতুন অভিজ্ঞতা আর বন্ধুত্ব।

k

মন্তেরেইয়ের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করা রামোস মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৪টি ম্যাচ খেলেন এবং করেছেন আট গোল।

তিনি আরো জানান, ‘মাঠের ভেতরে ও বাইরে আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করেছি। এই সময়টুকুর স্মৃতি সবসময় আমার কাছে বিশেষ হয়ে থাকবে।’

ক্লাবটির সভাপতি হোসে আন্তোনিও নোরিয়েগা জানিয়েছেন, রামোসের সঙ্গে চুক্তি নবায়নের বিষয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত দুই পক্ষ সমঝোতায় পৌঁছাতে পারেনি।

k

স্পেনের ২০১০ বিশ্বকাপজয়ী দলের সদস্য রামোস জাতীয় দলের জার্সিতে দুটি ইউরো শিরোপা (২০০৮ ও ২০১২) জিতেছেন। রিয়াল মাদ্রিদের হয়ে ১৬ বছর খেলাকালে পাঁচটি লা লিগা ও চারটি চ্যাম্পিয়নস লিগ জয়ের কৃতিত্বও রয়েছে তার ঝুলিতে।

LEAVE A REPLY