হাসিবের গানে টালিউডের পূজা ব্যানার্জি ও বাংলাদেশের সুপার মডেল নিবির

একের পর এক আন্তর্জাতিক মানসম্পন্ন গান ও তার চিত্রায়ণে বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী শ্রোতাদের মাতিয়ে তুলছে টিএম রেকর্ডস। এবার প্রকাশিত হলো তাদের নতুন গান ‘চল রাতকে করি ভোর’। তাপসের কথা, সুর ও সংগীতায়োজনে নতুন এ গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী হাসিব। ‘চলকে রাতকে করি ভোর, আমি হয়ে গেছি তোর’-এমন কথার রোমান্টিক গানটির ভিডিওতে বাংলাদেশি সুপার মডেল নিবিবের সঙ্গী হয়েছেন টালিউডের পূজা ব্যানার্জি।

টিএম রেকর্ডসে নিজের প্রকাশিত প্রথম গানে উচ্ছ্বসিত সংগীতশিল্পী হাসিব। তিনি বলেন, এ রকম একটা ফাঙ্কি পপ গান পেয়েছি, তাই অন্যরকম ভালোলাগা ও প্রত্যাশা কাজ করছে। গানটি তৈরি করেছেন কৌশিক হোসেন তাপস-তার নিজস্ব নির্মাণ পদ্ধতিতে।

আড্ডা দিতে দিতেই চোখের সামনে আমাদের সবাইকে মুগ্ধ করে দিয়ে উপস্থিত কথায় যথাযথ সুর বসিয়ে দিলেন। তারপর গানটি আমাকে উপহার দিলেন। আমি কৃতজ্ঞ এবং গর্বিত এ জন্য  যে আমি টিএম পরিবারের একজন সদস্য এবং আমার এ মানের একটি গান প্রকাশিত হল।

গানের মিউজিক ভিডিও প্রযোজনা ও এর স্টাইলিং করেছেন ফারজানা মুন্নী। গানের দৃশ্যায়ণ প্রসঙ্গে হাসিব বলেন, একজন শিল্পীর জন্য একটা গানের মিউজিক ভিডিও এমন বিপুল বাজেটের এমন উচ্চতার হতে পারে, যা ফারজানা মুন্নী ভাবির জন্য আমরা পাচ্ছি। তার মতো একজন ফ্যাশন আইকনের কাছ থেকে বাংলাদেশ এমন কিছু মিউজিক ভিডিও পাচ্ছে তা আমাদের সংগীতাঙ্গনের জন্য আশীর্বাদ।

LEAVE A REPLY