সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে গণমাধ্যম সব জায়গায় আলোচনায় আছেন আবেদ আলী। বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (বিপিএসসি) এর মহাপরিচালকের ড্রাইভার হয়ে প্রশ্নফাঁস করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। এরইমধ্যে তাকে সহ এই ঘটনায় ১৭ জনকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে পিএসসির চেয়ারম্যানের সাবেক ড্রাইভার সৈয়দ আবেদ আলী একজন।
বিষয়টি নিয়ে সর্বত্রই এখন আলোচনা। সাধারণ মানুষের পাশাপাশি পিছিয়ে নেই শোবিজ অঙ্গনের তারকারাও।
তাকে নিয়ে লিখেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার। লেখেন ‘ভালোই লাগলো আপনার ঈমান দেখে।
বাসে, কারে, প্লেনে, ঘরে, বাইরে, মাঠে, ময়দানে, সমুদ্র, সৈকতে আপনি সিজদাহরত। আর আপনার ছেলের দায়িত্ব ছবিগুলো ফেসবুকে আপলোড দেওয়া, সুন্দর সুন্দর নীতিবাক্যসহ ।’
তিনি আরও লিখেছেন, ‘সকাল থেকে রাত, আপনার ছবি দেখেই কুপোকাত। রাতে হয়তো খোয়াব দেখতে হবে আপনার সঙ্গে করছি বাত।
দেখা হলে একটাই জিজ্ঞাসা ছিল আপনার কাছে- দেশের তো মারা সারা। কবরে টাকা নিতে পেরেছে কারা?
প্রসঙ্গত, প্রশ্নফাঁসে জড়িত থাকার বিষয়টি উঠে আসার পর আবেদ আলীর বিভিন্ন কর্মকাণ্ডের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা।