এক মাস পর রেকর্ডিংয়ে সালমা

মৌসুমী আক্তার সালমা

প্রায় প্রতিদিনই রেকর্ডিংয়ে থাকেন মৌসুমী আক্তার সালমা। তবে ১৩ জুলাইয়ের পর থেকে নতুন কোনো গানে কণ্ঠ দিতে পারেননি এই গায়িকা। একের পর এক রেকর্ডিংয়ের প্রস্তাব থাকলেও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে ঘর থেকে বের হননি সালমা।

এবার বিরতি ভেঙেছেন তিনি।

‘আমি তোমার কি আর এমন লাগি’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন ৯ আগস্ট।

রাসেল কবিরের কথায় গানটির সুর করেছেন মাসুদ টুটুল, সংগীতায়োজন করেছেন এইচ আর লিটন।

সালমা বলেন, ‘খুব শিগগির গানটির গানচিত্র প্রকাশিত হবে কাশফুল মিউজিকের ইউটিউব চ্যানেল থেকে। এই সপ্তাহে আরো কয়েকটি গানে কণ্ঠ দেব।

LEAVE A REPLY