সংগৃহীত ছবি
বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর মারা গেছেন। বৃহস্পতিবার (১২ জুন) হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৫৩ বছর।
তার মৃত্যুর খবরে স্বামী সাইফ আলী খানকে নিয়ে কারিশমা কাপুরের বাড়িতে ছুটে গিয়েছেন বোন কারিনা কাপুর।
আর সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন দীর্ঘদিনের দুই বান্ধবী মালাইকা এবং অমৃতা অরোরা।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বৃহস্পতিবার লন্ডনগামী এয়ার ইন্ডিয়া বিমান ভেঙে পড়ার খবরে বিচলিত বিশ্ব। বলিউড তারকারাও শোকস্তব্ধ। মৃতদের পরিবারের উদ্দেশ্যে সমবেদনা জানিয়েছেন প্রত্যেকে।
মৃত্যুর ঘণ্টাখানেক আগে বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক জানিয়েছিলেন সঞ্জয় কাপুরও।
সঞ্জয় কাপুরের মৃত্যুর খবরে কারিনাকে গাড়িতেই কাঁদতে দেখা যায়। কারিশমার বাড়ির সামনে তখন ক্যামেরাম্যানদের ভিড়। হাত দিয়ে চোখ ঢেকে দ্রুত পায়ে বাড়ির ভিতরে ঢুকে পড়েন তিনি।
পাশে ছিলেন গাঢ় নীল রঙের টি শার্ট পরা সাইফ।
এ দিন মালাইকা-অমৃতার চোখমুখও ছিল থমথমে। দুই বোন কাপুর পরিবারের দীর্ঘদিনের বন্ধু। তারকাদের ভিড় সামলাতে এ দিন রাত থেকেই কারিশমার বাড়ির সামনে পুলিশ পাহারা দেওয়া শুরু করে।
এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ব্যবসায়ী সঞ্জয় কাপুর একজন পোলো প্রেমী।সোনা নামে একটি পোলো টিমের মালিক ছিলেন তিনি। নিজে পোলো খেলেন এবং আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। গতকাল পোলো খেলার সময় অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান। চিকিৎসা নেওয়ারও সুযোগ পাননি সঞ্জয়।
২০০৩ সালের সেপ্টেম্বরে সঞ্জয় কাপুরের সঙ্গে কারিশমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ২০১৪ সালে সমঝোতার মাধ্যমে ছাড়াছাড়ির জন্য মুম্বাই আদালতে আপিল করেন তারা। ২০১৬ সালের ৮ এপ্রিল ভারতের সুপ্রিম কোর্টের সামনে বিচ্ছেদ নিয়ে একটি চুক্তিপত্রে সাক্ষর করেন কারিশমা-সঞ্জয়।