ছাগলদের কমেন্টের আর রিপ্লাই দেব না : স্বস্তিকা

স্বস্তিকা

ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি ঠোঁটকাটা স্বভাব, সমাজের বাঁকা দৃষ্টিকে পাত্তা না দেওয়ায় বছরজুড়েই আলোচনায় থাকেন। আবার সমকালীন বিষয় নিয়ে কথা বলেও বহুবার সমালোচিত হয়েছেন স্বস্তিকা।

দুর্গাপূজার আনন্দে মেতেছেন স্বস্তিকা মুখার্জি। নবমীতে পূজামণ্ডপে যান এই অভিনেত্রী।

পূজামণ্ডপে তোলা একটি ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন স্বস্তিকা। ক্যাপশনে নবমীতে প্রতিজ্ঞা করার কথাও জানান এই অভিনেত্রী। 

স্বস্তিকা মুখার্জি লেখেন, ‘শুভ নবমী। এই পূজাতে নিজেকে একটা প্রতিজ্ঞা করেছি।

ছাগলদের কমেন্টের আর রিপ্লাই দেব না। যদিও চোখে পড়লে বেশ হাত ইশপিশ করে আমার, ভাবি চুপ করে না থেকে উচিত জবাব দেওয়া দরকার। কিন্তু আমার মনে হয়, এর কোনো মূল্য নেই।

ট্রলিং এখন মহামারি আকার ধারণ করেছে।

তা উল্লেখ করে স্বস্তিকা মুখার্জি লেখেন, ‘ট্রলিং এখন কেবল ট্রলিং নয়, একটা মহামারির রূপ ধারণ করেছে। আমাদের সবার জীবনেই নানা ওঠাপড়ার মধ্য দিয়ে যেতে হয় প্রতিনিয়ত, বাড়তি নেগেটিভিটির দরকার নেই। ব্লক নতুন অর্থ খুঁজে পেয়েছে। আমাকে যারা ভালোবাসে তাদের সবার জন্য ভালোবাসা।’

বডি-বয়স শেমিংয়ের বিষয়টি স্মরণ করে এই অভিনেত্রী লেখেন, ‘আমি এর সঙ্গেই বেঁচে থাকব।

আর সেই সব নারীর জন্যও শুভেচ্ছা, যারা প্রতিটি ধাপে বডি শেমিং, বয়স শেমিংয়ের বিরুদ্ধে লড়াই করছেন। আমরা তখনই বিজয়ী হবো, যখন এই লজ্জা বহন করা বন্ধ করব। আপনাদের সবার জন্য ভালোবাসা।’

LEAVE A REPLY