আম্বানির অনুষ্ঠানে অক্ষয়-টুইঙ্কল
১২ জুলাই সাত পাকে বাঁধা পড়েছেন ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। বহুল আলোচিত এই বিয়েতে হাজির ছিলেন গোটা বিশ্বের তাবড় ব্যক্তিত্বরা। হাজির ছিলেন গোটা বলিউড ও হলিউডের তারকারা। তবে আম্বানির বিয়ে ও আশীর্বাদের অনুষ্ঠানে দেখা যায়নি বলিউড খিলাড়ি অক্ষয় কুমারকে।
সম্প্রতি কভিড আক্রান্ত হয়েছেন এই অভিনেতা। তবে বিয়েতে হাজির না থাকলেও সোমবার (১৫ জুলাই) আম্বানিদের শেষদিনের অনুষ্ঠানে দেখা গেল অক্ষয়কে। স্ত্রী টুইঙ্কল খান্নাও ছিলেন সঙ্গে।
সোমবারের অনুষ্ঠানটি রাখা হয়েছিল আম্বানি পরিবারের কর্মচারী, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্মীদের জন্য।
ছিলেন মিডিয়ার সদস্যরা। নীতা আম্বানি নিজে তাঁদের সপরিবারে সোমবারের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য অভ্যর্থনা করেছিলেন।
সোমবার অক্ষয় কুমার হাজির ছিলেন আম্বানিদের বাড়িতে। অনুষ্ঠানস্থল থেকে বেশ কিছু ক্লিপ ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।
সেখানে অক্ষয় আর টুইঙ্কল, দুজনকেই দেখা গেল। সাদা রঙের পোশাকে দেখা গেছে বলিউডের এই দম্পতিকে। অক্ষয়ের চেহারায় অবশ্য অসুস্থতার লক্ষণ নেই। জানা গেল, করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে তাঁর। আর সেই কারণেই মুকেশ ও নীতা আম্বানির ছোট ছেলেকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন তাঁরা।
গত সপ্তাহে ‘সারফিরা’ সিনেমার প্রোমোশন চলাকালীন অসুস্থ হয়ে পড়েছিলেন অক্ষয়। এরপর করোনা পরীক্ষার পর রিপোর্ট পজিটিভ আসে। তারপর নিজেকে ঘরবন্দি করেছিলেন। শেষদিকে সরফিরার প্রোমোশনেও থাকতে পারেননি।
১২ জুলাই মুম্বাইয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট। রোশনাইয়ে ঝলমল বিয়ের আসরে হাজির গোটা বিশ্বের ‘হেভিওয়েট’ ব্যক্তিত্বরা। উপচে পড়েছে গোটা বলিউড। তিন দিনব্যাপী এই বিবাহ উৎসবের প্রথম দিন বিয়ে সম্পন্ন হয়েছে। ১৩ জুলাই অনুষ্ঠিত হয়েছে শুভ আশীর্বাদ, ১৪ জুলাই হয়েছে মঙ্গল উৎসব বা বিয়ের রিসেপশন।