সিরিয়া ছেড়ে কোথায় গেলেন বাশার আল-আসাদ?

বাশার আল-আসাদ। ফাইল ছবি : এএফপি

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন, এটি পুরনো খবর। তিনি একটি বিমানে উঠেছেন বলে জানাচ্ছেন দেশটির সেনা কর্মকর্তারা। আসাদের দীর্ঘদিনের মিত্র রাশিয়াও তেমনটিই বলছে। তবে দেশ ছেড়ে কোথায় গেছেন বাশার আল-আসাদ, সেটি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

এ সম্পর্কে কোনো পক্ষ থেকেই স্পষ্ট কোনো তথ্য আসেনি। ফলে এ কৌতুহল আরো দীর্ঘ হচ্ছে।

আজ রবিবার সকালে রাজধানী দামেস্কে ঢুকে পড়েন বিদ্রোহীরা। এর আগেই বাশার আল-আসাদ দামেস্ক ছাড়েন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বাশার ব্যক্তিগত বিমানে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেন বলে দুই সেনা কর্মকর্তার বরাতে জানায় রয়টার্স। তবে তিনি কোথায় গেছেন, সেটি জানা যায়নি।

সিরিয়ায় আসাদ পরিবারের ৫৩ বছরের শাসনামলের অবসান হয়েছে। আসাদের স্ত্রী আসমা ও সন্তানেরা কোথায় সেটি সম্পর্কেও জানা যায়নি।

আসাদের বড় ছেলে রাশিয়ার একটি বিশ্ববিদ্যালয় থেকে গত বছর ডিগ্রি নিয়েছে।

রাশিয়ার পক্ষ থেকেও আসাদের দেশ ছাড়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কিন্তু তারাও জানায়নি, মস্কো আসাদকে থাকতে দিচ্ছে কি না, বা আসাদ কোথায় গেছেন।

বিদ্রোহীরা উত্তর আল্লেপ্পোয় আকস্মিকভাবে ঢুকে পড়ার পর থেকে গেল এক সপ্তাহে বাশার আল-আসাদ জনসম্মুখে কোনো কথা বলেননি।

বিদ্রোহীরা রাজধানী দখলে নেওয়ার কাছাকাছি সময়ে দামেস্ক বিমানবন্দর থেকে একটি বিমান উড়াল দেওয়ার তথ্য জানিয়েছে ফ্লাইটরাডার টোয়েন্টিফোর ওয়েবসাইট।

বিশ্বজুড়ে উড়োজাহাজ চলাচলের ওপর নজর রাখা এই ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বিমানটি উপকূলের দিকে যাচ্ছিল, যেদিকে আছে আসাদের নিজ আলাউইত সম্প্রদায়। কিন্তু তারপর আকস্মিকভাবে ইউটার্ন নেয় বিমানটি। কয়েক মিনিট পরে রাডার থেকেও সেটি অদৃশ্য হয়ে যায়। তবে ওই বিমানে কে বা কারা ছিল, তা নিশ্চিত করতে পারেনি রয়টার্স।

অন্যদিকে, সিরিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ন্যাশনাল সিকিউরিটি টিমের সঙ্গে বসবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, আসাদের পালিয়ে যাওয়ার খবরে দামেস্কের রাজপথে নেমে উল্লাসে মেতে ওঠেন সিরিয়াবাসী। মানুষ আসাদের প্রাসাদে ঢুকে লুট শুরু করেন। তারা রীতিমতো প্রেসিডেন্ট প্রাসাদে তাণ্ডব চালিয়েছেন।

LEAVE A REPLY