চট্টগ্রাম রেলওয়ের ৩০ কোটি টাকা মূল্যের সম্পত্তি উদ্ধার

চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে রেলওয়ের ৪০ শতক জায়গা দখলমুক্ত করা হয়েছে। 

বুধবার দুপুরের পর চট্টগ্রাম নতুন রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১২টি দোকান ও ৫টি বসতঘর গুঁড়িয়ে দেওয়া হয়। এতে নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যা। উদ্ধার হওয়া ভূমির মূল্য আনুমানিক ৩০ কোটি টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

উচ্ছেদ অভিযান সম্পর্কে বিভাগী ভূ-সম্পত্তি কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যা বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ করার পর রেলওয়ের ৪০ শতক ভূমি উদ্ধার হয়েছে। যার মূল্য প্রায় ত্রিশ কোটি টাকা। রেলের জায়গা দখল করে দোকান করা হয়েছিল। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের আগে আমরা তাদের নোটিশ দিয়েছিলাম। তারা রেলের ভূমি ব্যবহারের কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। 

উচ্ছেদ চলাকালে রিপন নামে এক অবৈধ এক দখলদার বলেন, রেলওয়ের জায়গায় গড়ে উঠা দোকানপ্রতি ২ লাখ টাকা অগ্রিম এবং মাসিক ৫ হাজার টাকা ভাড়া আদায় করা হতো। এসব টাকা রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) কর্মকর্তা ও রেলওয়ে পুলিশ ভাগবাটোয়ারা করে নিত।  

অভিযোগ প্রসঙ্গে চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহীদুল ইসলাম যুগান্তরকে বলেন, কোনো দোকান থেকে ভাড়া আদায়ের অভিযোগ সঠিক নয়। যেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে, সেটিও রেলওয়ে পুলিশের আওতায়ধীন নয়। কে বা কারা ভাড়া দিয়েছে সেটিও বলতে পারি না।

LEAVE A REPLY