বাংলাদেশ অধিনায়ককে দুঃসংবাদ দিল আইসিসি

নারী বিশ্বকাপের বাছাইপর্বে দুর্দান্ত পারফর্ম করে মূল পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ নারী দল। সেখানে ব্যক্তিগত পারফরম্যান্সে নজর কেড়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। কিন্তু এরপরও আইসিসির হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়েছেন তিনি।

বাছাইপর্বের পর বাংলাদেশের আর কোনো ম্যাচ না থাকাতেই মূলত র‍্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে জ্যোতির। আগের অবস্থানের চেয়ে দুই ধাপ পিছিয়ে ব্যাটারদের তালিকায় এখন ২১ নম্বরে নেমে গেছেন তিনি। তার রেটিং পয়েন্ট ৫৬৪।

র‍্যাঙ্কিং অবনতি হয়েছে শারমিন আক্তার সুপ্তারও। এক ধাপ নিচে নেমে এখন তার অবস্থান ২২ নম্বরে।

তবে উন্নতি করেছেন লেগ স্পিনার রাবেয়া খান, উঠেছেন ২১ নম্বরে। বোলারদেরর র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের বোলারদের মধ্যে সেরা অবস্থানে আছেন নাহিদা আক্তার। ৬১৮ রেটিং পয়েন্ট নিয়ে ১০ নম্বরে তিনি।

৭৭৩ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডেতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সাউথ আফ্রিকার তারকা ব্যাটার লরা উলভার্ট। এক ধাপ এগিয়ে দুই নম্বরে জায়গা করে নিয়েছেন ইংলিশ তারকা ন্যাট সিভার ব্রান্ট। তাকে জায়গা দিতে এক ধাপ পিছিয়ে পড়েছেন ভারতীয় ব্যাটার স্মৃতি মান্ধানা।

LEAVE A REPLY