পাকিস্তানে চলমান নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-টু, আঞ্চলিক আন্তঃজেলা চ্যালেঞ্জ কাপ এবং অনূর্ধ্ব-১৯ আন্তঃজেলা একদিনের টুর্নামেন্ট তাৎক্ষণিকভাবে স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
শনিবার এক বিবৃতিতে পিসিবি জানায়, বর্তমান পরিস্থিতির কারণে টুর্নামেন্টগুলো সাময়িকভাবে স্থগিত করা হলো। পরে নতুন সূচি জানানো হবে।
এর আগে শুক্রবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয় পিএসএল।
পিসিবি জানিয়েছিল, পাকিস্তান-ভারত সীমান্তে উত্তেজনা বাড়ার পর প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পরামর্শেই তারা এই সিদ্ধান্ত নেয়। যদিও এর একদিন আগে পিএসএল পুনরায় শুরু করতে সংযুক্ত আরব আমিরাতকে ভেন্যু হিসেবে নির্ধারণ করেছিল তারা। তবে পরে পরিস্থিতি দ্রুত বদলে যায় বিদেশি ক্রিকেটাররা নিজ নিজ দেশে ফিরতে শুরু করলে।
এদিকে বাংলাদেশ ক্রিকেট দলের আসন্ন পাকিস্তান সফর নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
২১ মে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দল পাকিস্তান সফরে যাওয়ার কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে তা অনিশ্চিত হয়ে পড়েছে। বর্তমানে রাজনৈতিক অস্থিরতা থাকায় এ সফর নিয়ে আলোচনার মধ্যে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পিসিবি।
প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-টু টুর্নামেন্টটি শুরু হয়েছিল এপ্রিলের মাঝামাঝি এবং এটি ২২ মে ফাইনাল দিয়ে শেষ হওয়ার কথা ছিল। অন্য দুটি টুর্নামেন্টও চলতি মে মাস জুড়ে চলার কথা ছিল।