জুলাই-আগস্টে গণহত্যায় জড়িত আওয়ামী লীগ ও এর নেতাকর্মীদের বিচার না হওয়া পর্যন্ত দলটির সব ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে দলটির নিবন্ধন বাতিলে সিদ্ধান্ত নিতে আগামীকাল সোমবার বৈঠকে বসতে পারে নির্বাচন কমিশন (ইসি)।
রবিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেন, আগে গেজেটটা হোক, কমিশনের সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতে নেওয়া হবে। আমি একা তো সিদ্ধান্ত নিতে পারি না। এটার আইন আছে, সরকার কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ করলে কী করতে হবে।
সরকারের সিদ্ধান্তের গেজেটটা হলে আমরা আগামীকালই কমিশন বৈঠক করবো।
তিনি আরো বলেন, আমরা কেবল নিবন্ধন বাতিল করতে পারি। কার্যক্রম নিয়ে সিদ্ধান্ত নিতে পারে সরকার। কাজেই গেজেটটা পেলেই আমরা বৈঠকে বসবো।
জাতীয় নাগরিক পার্টি ও অন্যান্য দলের টানা ২ দিনের আন্দোলনের ফলে গতকাল শনিবার রাতে আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।
লুঙ্গি গেঞ্জি পরে বিমানবন্দরে যান আবদুল হামিদ, দেশ ছাড়েন লাল পাসপোর্টে
উপদেষ্টা পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানানো হয়েছে, উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে।
সংশোধনী অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সমর্থকগোষ্ঠীকে শাস্তি দিতে পারবে।
বিবৃতিতে আরও বলা হয়, উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাসবিরোধী আইনের অধীনে সাইবার স্পেসসহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
[