হিলিয়াম গ্যাস ভরা বেলুন ফেটে শুটিং সেটে অগ্নিকাণ্ড

সংগৃহীত ছবি

দিনভর শুটিং করে টিমের সঙ্গে র‍্যাপ আপ পার্টিতে মেতেছিলেন ভিনেতা হর্ষবর্ধন রানে। এসময় হঠাৎই হিলিয়াম গ্যাস ভরা বেলুন ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয় ছবির পুরো টিম। ঘটনাটি ঘটেছে ‘এক দিওয়ানে কি দিওয়ানিয়াত’র শুটিংয়ে। 

জানা গেছে, ছবিরই শুটিং শেষে ফ্লোরে একটা সেলিব্রেশনের আয়োজন করা হয়েছিল।

আর সেখানেই নাকি ফায়ার ক্র্যাকার ও হিলিয়াম গ্যাস ভরা বেলুন একসঙ্গে ফেটে ঘটে যায় ভয়াবহ অগ্নিকাণ্ড। 

ভারতীয় সংবাদমাধ্যমকে অভিনেতা জানিয়েছেন, আমরা আনন্দ উদযাপনে মেতেছিলাম। আমাদের প্রত্যেকের জন্যই এটা খুব খুশির একটা মুহূর্ত ছিল। আসলে আমরা টানা পাঁচ দিন শুটিং করেছিলাম তাই প্রযোজনা সংস্থার তরফেই এই আয়োজন কর হয়।

সবাই শুটিং শেষে আমরা একত্রিত হয়েছিলাম। কিন্তু কিভাবে কি হয়ে গেল বুঝতে পারলাম না। আমরা বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছি। এটা আমাদের প্রত্যেকের জন্যই একটা বড় শিক্ষা।

এরপর তিনি বলেন, ‘আমাদের প্রথমে প্ল্যান ছিল যে, আমরা ওই হিলিয়াম বেলুনগুলো হাতে নিয়েই কেক কাটবো। তারপর সেগুলোকে আকাশে উড়িয়ে দেব। কিন্তু শেষমুহূর্তে আমিই এই পরিকল্পনা পরিবর্তন করি। আমি বলি আমরা আগে কেক কেটে নিই তারপর বেলুনগুলো ওড়াবো। এবং ভগবানের অশেষ কৃপা আমি এই সিদ্ধান্ত নিয়েছিলাম।

তা না করে যদি আমরা হাতে বেলুন নিয়েই কেক কাটতে শুরু করতাম আর আগুন ধরে যেত তাহলে যে কী হত সেটাই ভাবছি আর ভগবানকে ধন্যবাদ জানাচ্ছি।’

ছবিটিতে হর্ষবর্ধনের বিপরীতে অভিনয় করেছেন সোনম বাজোয়া। এদিন অভিনেত্রীর ম্যানেজারের কপালে কিছুটা আঘাত লাগলেও টিমের বাকি সকলে সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন অভিনেতা। 

LEAVE A REPLY