ইসরাইলকে গাজার সামরিক নিয়ন্ত্রণ না নেওয়ার আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরাইলের গাজা দখলে নেওয়ায় অভিপ্রায় ব্যক্ত করার পর ক্যানবেরা এ আহ্বান জানালো।
শুক্রবার (৮ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
শুক্রবার এক বিবৃতিতে অস্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেন, ‘অস্ট্রেলিয়া ইসরাইলকে এই পথে (গাজা দখল) না যেতে আহ্বান জানিয়েছে, যা গাজার মানবিক বিপর্যয়কে আরও খারাপ করবে।’
ওং বলেন, ‘স্থায়ীভাবে জোরপূর্বক বাস্তুচ্যুতি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং যুদ্ধবিরতি, নিরবচ্ছিন্নভাবে সাহায্য প্রবাহ এবং সশস্ত্র গোষ্ঠী হামাসের ২০২৩ সালের অক্টোবরে গৃহীত জিম্মিদের ফিরিয়ে দেওয়ার জন্য বারবার আহ্বান জানিয়ে আসছে অস্ট্রেলিয়া।’
তিনি বলেন, ‘একটি স্থায়ী শান্তি নিশ্চিত করার একমাত্র পথ হল দুই-রাষ্ট্রীয় সমাধান – একটি ফিলিস্তিনি রাষ্ট্র এবং ইসরাইল রাষ্ট্র, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তের মধ্যে শান্তি ও নিরাপত্তায় পাশাপাশি বসবাস করবে।’আরও পড়ুন
যদিও অস্ট্রেলিয়া এখনও যুক্তরাজ্য, কানাডা এবং ফ্রান্সের মতো পশ্চিমা মিত্রদের সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণায় যোগ দেয়নি। দেশটি বলে আসছে, তারা ‘উপযুক্ত সময়ে’ সিদ্ধান্ত নেব তবে তারা একইসঙ্গে গাজায় নেওয়া ইসরাইলের পদক্ষেপের সমালোচনা বাড়িয়েছে।
এদিকে, ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছিলেন, ইসরাইল পুরো গাজার নিয়ন্ত্রণ নিতে চায়। তবে তারা সেখানে সরকার গঠন করতে চায় না, বরং নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলে তা কোনো তৃতীয় পক্ষের হাতে তুলে দিতে চায়।
অন্যদিকে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ফিলিস্তিনি উপত্যকার উত্তরে অবস্থিত গাজা শহর দখলের প্রস্তাব অনুমোদন করেছে দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা।
পরিকল্পনা অনুযায়ী, ইসরাইলি সেনাবাহিনীকে গাজা শহর দখলের প্রস্তুতি নিতে বলা হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) সংবাদ মাধ্যম অ্যাক্সিওস প্রথমে এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে।











































