সাত বছর আগে মুক্তি পাওয়া অভিনেতা সঞ্জয় দত্তের বায়োপিক ‘সাঞ্জু’ ছবিটি দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেছিল। সেই ছবির সাফল্যের পর আবারও পর্দায় জুটি হয়ে আসার কথা শোনা যাচ্ছিল রাজকুমার হিরানি ও রণবীর কাপুর জুটির। কবে আসবে সেই ছবি?
শোনা যাচ্ছে, রণবীর কাপুরকে নিয়ে ফের একটি বায়োপিক নির্মাণের পরিকল্পনা করছেন রাজকুমার হিরানি। এবার পরিচালক পর্দায় স্বনামধন্য এক খেলোয়াড়ের জীবনী ফুটিয়ে তুলবেন।
তবে এই মুহূর্তে নাকি ছবির শুটিং শুরু হচ্ছে না।
ইতিমধ্যেই এই ছবি নিয়ে রীতিমতো পড়াশোনা শুরু করে দিয়েছেন তারা। এমনকি ছবি নির্মাণের নেপথ্যে যে যে বিষয়গুলো থাকে তা নিয়েও রীতিমতো কাজ শুরু করেছিলেন তারা দু’জন। কিন্তু এই বছর রণবীরের বিভিন্ন ছবির শুটিং নিয়ে ব্যস্ত শিডিউল থাকার কারণেই নাকি পিছিয়েছে ছবির কাজ।
যা শুরু হবে আগামী ২০২৭ সাল থেকে।
শুধু তাই নয় এর পাশাপাশি শোনা যাচ্ছে, এই মুহূর্তে রণবীরের ব্যস্ততার জন্যও ছবির শুটিং পিছিয়ে যেতেই পুরোদস্তুর নিজের আর এক ছবি ‘দাদাসাহেব’ নিয়ে ব্যস্ত রয়েছেন পরিচালক রাজকুমার হিরানি। এই ছবিতে ফের তার পরিচালনায় দেখা যাবে আমির খানকে।
ইতিমধ্যেই ছবিতে দাদাসাহেব চরিত্রের লুক ও ছবির নানা খুঁটিনাটি বিষয় নিয়ে ব্যস্ত আমির ও রাজকুমার।
আগামী ২০২৬ সালের জানুয়ারি থেকে শুরু হবে এই ছবির শুটিং।









































