কেন প্লে-ব্যাক ছাড়ছেন অরিজিৎ সিং?

সংগৃহীত ছবি

রিয়েলিটি শো থেকে যাত্রা শুরু হলেও অরিজিৎ সিংয়ের সংগীতজীবন কখনও সরল রেখায় এগোয়নি। জনপ্রিয়তার শীর্ষে ওঠার আগেই তিনি হারিয়ে গিয়েছিলেন কয়েক বছর। সেই সময়টা নষ্ট হয়নি—বরং সুরকার প্রীতম চক্রবর্তীর কাছে কাজ শিখে নিজেকে তৈরি করেছেন আরও গভীরভাবে। এরপর ফিরে এসে হিন্দি, বাংলা-সহ একাধিক ভাষায় এমন সব গান উপহার দিয়েছেন, যা শ্রোতাদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছে।

বলা যায়, তাঁর কণ্ঠে যা-ই উঠেছে, সেটাই হিট।

ঠিক সেই জনপ্রিয়তার তুঙ্গেই দাঁড়িয়ে প্লে-ব্যাক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিলেন অরিজিৎ সিং। মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাতে সোশ্যাল মিডিয়ায় দেওয়া তাঁর এক পোস্টে এই ঘোষণা সামনে আসে। মুহূর্তে মন খারাপ হয়ে যায় অসংখ্য অনুরাগীর।

প্রশ্ন ওঠে—হঠাৎ কেন এই সিদ্ধান্ত?

উত্তরটা অবশ্য গায়ক নিজেই দিয়েছেন। অরিজিৎ বরাবরই নিজের শর্তে গান করেন। একই গান বারবার নতুন অ্যারেঞ্জমেন্টে সাজিয়ে মঞ্চে ভিন্নভাবে পরিবেশন করাই তাঁর অভ্যাস। কিন্তু সেটাই একসময় হয়ে উঠেছে ক্লান্তিকর।

সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “এমন একটা সিদ্ধান্ত নেব, অনেক দিন ধরেই ভেবেছিলাম। অবশেষে সাহস জোগাড় করতে পেরে ঘোষণা করলাম। সোজা ভাবে বলতে গেলে, আমার খুব সহজেই একঘেয়েমি চলে আসে। যে কারণে আমি আমার গানের অ্যারেঞ্জমেন্ট প্রায়ই বদলে বদলে মঞ্চে পারফর্ম করি। সেই কারণেই আমি ক্লান্ত হয়ে গেছি।

নতুন ধরনের সঙ্গীতের খোঁজে নামছি।”

তবে প্লে-ব্যাক ছাড়লেও গান ছাড়ছেন না অরিজিৎ—এই বার্তাটাও তিনি পরিষ্কার করে দিয়েছেন। পোস্টের মন্তব্যে গায়ক লেখেন, “আমি ভালো সঙ্গীতের একজন ভক্ত। ভবিষ্যতে আরও শেখার ইচ্ছে আছে—নিজের মতো করে, ছোট পরিসরে হলেও একজন শিল্পী হিসেবে আরও কাজ করতে চাই। এতদিন ধরে যে ভালোবাসা আর সমর্থন পেয়েছি, তার জন্য সবাইকে আবারও ধন্যবাদ।”

May be an image of text

এমনকি চলতি বছরেই তাঁর কণ্ঠে নতুন গান শোনা যাবে বলেও জানিয়েছেন তিনি। ইতিমধ্যে রেকর্ড করা কিছু গান মুক্তি পাবে।

গায়কের কথায়, “এখনও কিছু পুরোনো প্রতিশ্রুতি বাকি আছে, সেগুলো শেষ করবই। তাই এ বছরেই হয়তো কয়েকটা নতুন রিলিজ পেয়ে যাবেন আপনারা।”

প্লে-ব্যাক থেকে সরে যাওয়ার সিদ্ধান্তের পেছনে আরও গভীর ভাবনা রয়েছে। অরিজিৎ বলেন, “বাঁচতে হলে, নিজেকে খুঁজে পেতে হলে—আমাকে অন্য রকমের সঙ্গীত করতে হবে।”

May be an image of text that says 'there is not one reason behind this, there are several reasons plus have been trying to do this since a long time. Finally have gathered the right courage One of the reasons were simple, get bored pretty quick, thats why keep changing arrangements of the same songs and perform them on stage. So here is the thing, got bored. need to do some other music to live. Whoaml @Atmojoarjalojo·5m another reason anotherreasonis is I am excited to hear some singer come up and give me real motivation.'

আরেকটি গুরুত্বপূর্ণ কারণও তুলে ধরেছেন তিনি। গায়কের ভাষ্যে, নতুন শিল্পী ও নতুন কণ্ঠ শুনতে তিনি উদ্‌গ্রীব।

“আমি চাই নতুন কিছু গায়ক উঠে আসুক, যারা আমাকে নতুন করে অনুপ্রাণিত করবে। সেই উত্তেজনাটাই আমাকে আবার সামনে এগিয়ে যেতে সাহস দিচ্ছে।”

এদিকে প্লে-ব্যাক ছাড়ার ঘোষণার মধ্যেই তাঁর গাওয়া গান জনপ্রিয়তার দৌড়ে এগিয়ে চলেছে। সম্প্রতি সালমান খানের ‘ব্যাটল অব গালওয়ান’ ছবিতে ‘মাতৃভূমি’ শিরোনামের গানটি মুক্তি পেয়েছে, যেখানে তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন শ্রেয়া ঘোষাল।

এছাড়াও ‘ধুরন্ধর’ ছবির ‘গহেরা হুয়া’, কিংবা বাংলা ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’-এর ‘ক্ষণে গোরাচাঁদ ক্ষণে কালা’—সব মিলিয়ে প্রমাণ করে দেয়, প্লে-ব্যাক থেকে সরে গেলেও অরিজিৎ সিংয়ের কণ্ঠ এখনও শ্রোতাদের জীবনের সঙ্গেই জড়িয়ে আছে।

LEAVE A REPLY