তালেবান পতাকার পটভূমিতে একজন তালেবান যোদ্ধাকে দেখা যাচ্ছে। ছবিটি ২০২১ সালের ১১ সেপ্টেম্বর কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তোলা। ছবি : এএফপি
মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়া আফগানিস্তানে একজন রাষ্ট্রদূত নিয়োগ করেছে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এএফপি রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গণমাধ্যমটি বলেছে, কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক বৃদ্ধির একটি বিরল পদক্ষেপ এটি। বর্তমানে চীনে নিযুক্ত নিকারাগুয়ার রাষ্ট্রদূত মাইকেল ক্যাম্পবেল বেইজিংয়ে তার অফিস থেকে অতিরিক্ত ভূমিকা পালন করবেন।
নিকারাগুয়ার সরকারপন্থী গণমাধ্যম এল১৯ ডিজিটাল অনুসারে, দেশটির ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলো শুক্রবার বলেছেন, ‘আমরা আফগানিস্তান ইসলামি আমিরাত, জনগণ, সরকারকে ধন্যবাদ জানাই, তারা আমাদের কমরেড মাইকেল ক্যাম্পবেলকে যে আশীর্বাদ দিয়েছে তার জন্য।’আরও পড়ুন
তালেবানের সঙ্গে সম্পর্ক গড়ার পথে রাশিয়া?
এএফপির তথ্য অনুসারে, ২০২১ সালে তালেবান আফগানিস্তানে ক্ষমতায় ফিরে আসার পর থেকে তাদের কোনো জাতি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। নিকারাগুয়ার সরকারও রাষ্ট্রদূত নিয়োগের ঘোষণায় তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার কথা উল্লেখ করেনি।
এদিকে তালেবানকে স্বীকৃতি না দিলেও চীনের একজন রাষ্ট্রদূত আফগানিস্তানে রয়েছেন।
এ ছাড়া দেশটিতে যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক হলেন একজন চার্জচার্জ দ্য অ্যাফেয়ার্স। ওয়াশিংটন আনুষ্ঠানিক রাষ্ট্রদূত ছাড়াই সেখানে কাজ করে।আরও পড়ুন
আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর চেষ্টা তালেবানের
প্রতিবেদনে বলা হয়েছে, তালেবানরা দেশটিতে ইসলাম ধর্মের কঠোর ব্যাখ্যা প্রয়োগ করে থাকে, যার মাধ্যমে নারীদের স্বাধীনতাকেও দমন করা হয়। জাতিসংঘ এটিকে ‘লিঙ্গবৈষম্য’ হিসেবে বর্ণনা করে।
অন্যদিকে ২০০৭ সাল থেকে দায়িত্ব পালন করা নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী অনুশীলনের মাধ্যমে, প্রেসিডেন্টের মেয়াদের সীমা বাতিল করে এবং দেশের সব শাখার নিয়ন্ত্রণ দখল করে শাসনকাজ চালাচ্ছেন।
তালেবানসংক্রান্ত আরো খবর :
- তালেবান শাসনে আফিম চাষ কমেছে ৯৫ শতাংশ
- বৈঠকে নারী থাকায় তালেবানের অস্বস্তি, সৌদি কূটনীতিককে তলব
- আফগান নারীদের দেশের বাইরে পড়তে যেতে দিচ্ছে না তালেবান
- জনপ্রিয় উদ্যানে নারীদের প্রবেশ নিষিদ্ধ করল তালেবান
- তালেবানের নিষেধাজ্ঞা এড়াতে গোপনে ব্যবসা করছেন আফগান নারীরা
- বাদ্যযন্ত্র পোড়াল তালেবান
- কাবুলে তিন নারীকে গ্রেপ্তার করেছে তালেবান
- নিষেধাজ্ঞার পর তালেবানের বন্দুকের মুখে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা
- একা দোকানে যাওয়ায় আফগান নারীকে বেত্রাঘাত
- আফগানিস্তানে ব্যায়ামাগারেও নিষিদ্ধ নারীরা, থাকবে কড়া নজর
- গান চালানোর দায়ে নারীদের একমাত্র রেডিও স্টেশন বন্ধ করল তালেবান
- তালেবানের জন্মস্থান কান্দাহারে ‘জীবন্ত’ কিছুর ছবি না তোলার নির্দেশ
- ‘ইসলামিক মূল্যবোধ লঙ্ঘন’, ২ টিভি চ্যানেল বন্ধ করল তালেবান